এইচএসসি ২০২২ - সমাজকর্ম ১ম পত্র | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

প্রবাস বন্ধু

১. পেশা ও বৃত্তির মূল সাদৃশ্য হলো উভয়ই —

ক. জীবিকা অর্জনের পন্থা

খ. নীতি ও মূল্যবোধ মেনে চলে

গ. দায়িত্ব ও জবাবদিহির আওতাধীন

ঘ. বিশেষ জ্ঞান ও নৈপুণ্য সম্পর্ক

২. কোন ভাষা থেকে পেশা শব্দটিকে বাংলা ভাষায় নেওয়া হয়েছে?

ক. ফারসি খ. লাতিন

গ. গ্রিক ঘ. ইংরেজি

৩. ‘পেশা হলো অন্যকে নির্দেশনা, পরিচালনা ও উপদেশ প্রদানের এমন এক জীবিকা, যার জন্য বিশেষ জ্ঞানার্জন প্রয়োজন’ — সংজ্ঞাটি কে প্রদান করেছেন?

ক. সমাজকল্যাণ অভিধান

খ. এ ই বেন

গ. সমাজকর্ম অভিধান

ঘ. উইলবার্ড, ই মোর

৪. পেশা ও বৃত্তির মধ্যে পার্থক্য নিরূপিত হয় —

i. সুশৃঙ্খল জ্ঞান, দক্ষতা ও নৈপুণ্যের মাধ্যমে

ii. তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষার মাধ্যমে

iii. অর্থ উপার্জনের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫. নৌকার মাঝির কাজটিকে বৃত্তি বলা হয় কেন?

ক. তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানের প্রয়োজন নেই বলে

খ. সুসংগঠিত কাজ বলে

গ. সর্বদা কাজ করতে হয় বলে

ঘ. শারীরিক সামর্থ্যের প্রয়োজন নেই বলে

৬. পেশাদার শব্দের আভিধানিক অর্থ কী?

ক. উপার্জন করা খ. জীবিকা

গ. বিশেষায়িত কর্ম ঘ. জীবনধারণ

৭. তামিম একজন অধ্যাপক। তামিমের জীবিকা নির্বাহের পন্থাকে তুমি কী হিসেবে শনাক্ত করবে?

ক. বৃত্তি খ. পেশা

গ. আয়রোজগার ঘ. মানবসেবা

৮. পেশার ইংরেজি শব্দ কী?

ক. Profession খ. Occupation

গ. Co-ordination ঘ. Formulation

৯. পেশার জন্য নিচের কোনটি প্রয়োজন?

ক. তাত্ত্বিক জ্ঞান

খ. ব্যবহারিক জ্ঞান

গ. মূলধন

ঘ. তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান

১০. পেশার অপরিহার্য বৈশিষ্ট্য —

i. সুশৃঙ্খল জ্ঞানভান্ডার

ii. সামাজিক স্বীকৃতি

iii. পেশিশক্তি

নিচের কোনটি সঠিক?

ক. i খ. iii

গ. i ও ii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১.ক ২.ক ৩.ক ৪.ক ৫.ক ৬.খ ৭.খ ৮.ক ৯.ঘ ১০.ক

কামরুন নাহার রুনু, প্রভাষক, শের–ই–বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন