এইচএসসি ২০২২ - বাংলা ১ম পত্র | লালসালু : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

লালসালু

৪১. ‘লালসালু’ উপন্যাসে উল্লিখিত হাসপাতালটি কোথায় অবস্থিত?

ক. মতিগঞ্জে খ. করিমগঞ্জে

গ. মহব্বতনগরে ঘ. আওয়ালপুরে

৪২. ‘লালসালু’ উপন্যাসে কে দেশান্তর হয়?

ক. মজিদ খ. খালেক ব্যাপারী

গ. আমেনা বিবি ঘ. তাহেরের বাপ

৪৩. ‘লালসালু’ উপন্যাসে ঘুমকাতুর স্বভাবের কে?

ক. জমিলা খ. রহিমা

গ. আমেনা ঘ. ভানু বিবি

৪৪. জমিলার বিদ্রোহের উৎস কোনটি?

ক. সরলতা খ. কপটতা

গ. ভীরুতা ঘ. সহজ প্রাণধর্ম

৪৫. মহব্বতনগরে নবাগত লোকটি কে?

ক. ব্যাপারী খ. রেহান আলী

গ. মজিদ ঘ. কালুমতি

৪৬. লালসালু উপন্যাসে ‘সাত ছেলের বাপ’ কে?

ক. দুদু মিয়া খ. সোলেমান

গ. তাহের ঘ. কাদের

৪৭. কে হাঁটলে মাটিতে আওয়াজ হয়?

ক. জমিলা খ. রহিমা

গ. হাসুনির মা ঘ. আমেনা

৪৮. অতি সন্তর্পণে ধানের ফাঁকে ফাঁকে তারা নৌকা চালায় কেন?

ক. মাছের উপস্থিতি টের পেয়ে

খ. দক্ষ শিকারি বলে

গ. শব্দ করলে মাছ পালায় বলে

ঘ. সতর্কতার মার নেই বলে

৪৯. ‘চাঁদের অমাবস্যা’ সৈয়দ ওয়ালীউল্লাহর কোন ধরনের গ্রন্থ?

ক. উপন্যাস খ. ছোটগল্প

গ. প্রবন্ধ ঘ. নাটক

৫০. ‘উপন্যাস’–এর ইংরেজি প্রতিশব্দ কী?

ক. Story খ. Novel

গ. Novela ঘ. Big Story

সঠিক উত্তর

লালসালু: ৪১.খ ৪২.ঘ ৪৩.ক ৪৪.ঘ ৪৫.গ ৪৬.ক ৪৭.খ ৪৮.গ ৪৯.ক ৫০.খ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)