এসএসসি ২০২২ - বাংলা ১ম পত্র | প্রবাস বন্ধু : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
প্রবাস বন্ধু
১১. লেখকের মতে, আবদুর রহমান কিসের অপরূপ রূপে মজেছিল?
ক. ডাবরের খ. কার্পেটের
গ. বরফের ঘ. খাবারের
১২. আবদুর রহমানের পরনে কী ছিল?
ক. সিলাওয়ার, কুর্তা আর ওয়াসকিট
খ. লুঙ্গি ও গেঞ্জি
গ. পাঞ্জাবি ও লুঙ্গি
ঘ. সিলাওয়ার আর ওয়াসকিট
১৩. আবদুর রহমানের চোখ দুটোকে লেখক ‘পাণ্ডুয়ার’ সঙ্গে তুলনা করেছেন কেন?
ক. ডাগর ও ভাসা বলে
খ. আয়তলোচন বলে
গ. কালো ও বড় বলে
ঘ. ছোট ও মিনমিনে বলে
১৪. লেখক আবদুর রহমানকে কার সঙ্গে তুলনা করেছেন?
ক. কুস্তিগির খ. বীরযোদ্ধা
গ. ভীমসেন ঘ. পালোয়ান
১৫. গ্রীষ্মকালে খাজামোল্লা গ্রামে বরফ আসে কোত্থেকে?
ক. কাবুল শহর খ. বরফকল
গ. পাগমানের পাহাড় ঘ. তুষারপাত
১৬. পর্বতপ্রমাণ বোঝা বইবার ক্ষেত্রে আবদুর রহমানের ভেতর কোনটির অভাব লক্ষ করা যায়?
ক. শক্তির খ. বুদ্ধির
গ. ধৈর্যের ঘ. সময়ের
১৭. কাবুল নদীর আফগানি নাম কোনটি?
ক. আমু দরিয়া খ. সির দরিয়া
গ. লব–ই–দরিয়া ঘ. খোয়াজ দরিয়া
১৮. মঁসিয়ে জিরার কী হাঁকিয়ে বাড়ি ফিরছিলেন?
ক. টমটম খ. মোটর
গ. টাঙা ঘ. রথ
১৯. কয়টি বোম্বাই সাইজের শামি কাবাব খেতে দেওয়া হয়েছিল?
ক. সাতটি খ. আষ্টেক
গ. নয়টি ঘ. দশটি
২০. অল্প শোকে কাতর, অধিক শোকে কী?
ক. আতর খ. পাথর
গ. লাচার ঘ. কাতর
সঠিক উত্তর
প্রবাস বন্ধু: ১১.খ ১২.ক ১৩.ক ১৪.গ ১৫.গ ১৬.খ ১৭.গ ১৮.খ ১৯.খ ২০.খ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা