এসএসসি ২০২২ - বিজ্ঞান | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

১১.আম যেন দ্রুত না পাকে এবং গাছে দীর্ঘদিন থাকে, সে জন্য কী স্প্রে করা হয়?

ক. কালটার খ. ভিনেগার

গ. কার্বাইড ঘ. কোহল

১২. ফল পাকানোর জন্য ক্যালসিয়াম কার্বাইড বাতাসের সংস্পর্শে এসেই কোন বিষাক্ত রাসায়নিক পদার্থে পরিণত হয়?

ক. অ্যাসিটিলিন ইথানল

খ. অক্সাইড সালফার

গ. জিবেরেলিন

ঘ. কোহেল

১৩. এইডস সংক্রামক রোগ কত সালে চিহ্নিত হয়েছিল?

ক. ১৯৮০ খ. ১৯৮১

গ. ১৯৮৫ ঘ. ১৯৮৭

১৪. মানবদেহের রোগজীবাণু আক্রমণ প্রতিরোধের ক্ষমতাকে কী বলে?

ক. অ্যান্টিজেন খ. ইমিউনিটি

গ. অ্যান্টিবডি ঘ. প্রিভেন্টস

১৫. রক্তের মধ্যে কে অ্যান্টিবডি তৈরি করে?

ক. হিমোগ্লোবিন খ. লিম্ফোসাইট

গ. আরবিসি ঘ. অণুচক্রিকা

১৬. রক্তের কোন কণিকা মানবদেহের কোষে অক্সিজেন পৌঁছে দেয়?

ক. অণুচক্রিকা খ. শ্বেতকণিকা

গ. লোহিত কণিকা ঘ. এনজাইম

১৭. নিচের কোনটি অ্যাসকরবিক অ্যাসিড?

ক. ভিটামিন এ খ. ভিটামিন বি

গ. ভিটামিন সি ঘ. ক্যারোটিন

১৮. কিসের অভাবে বয়স্ক নারীদের অস্টিওম্যালেসিয়া রোগ হয়?

ক. ফসফরাস খ. ক্যালসিয়াম

গ. জিংক ঘ. লৌহ

১৯. মানবদেহে শতকরা কত ভাগ পানি কমে গেলে সংজ্ঞা লোপ পায় বা জ্ঞান হারায়?

ক. ১০ ভাগ খ. ১৫ ভাগ

গ. ২০ ভাগ ঘ. ২৫ ভাগ

২০. জীবদেহের জৈবিক ক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করে কোনটি?

ক. খাদ্য খ. পানি

গ. বাতাস ঘ. আলো

সঠিক উত্তর

অধ্যায় ১: ১১.ক ১২.ক ১৩.খ ১৪.খ ১৫.খ ১৬.গ ১৭.গ ১৮.খ ১৯.ক ২০.ক

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি-প্রশ্ন (১-১০)