এসএসসি ২০২২ - পৌরনীতি ও নাগরিকতা | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ৫
১১. কোন দেশটিতে লিখিত সংবিধান প্রচলিত আছে?
ক. বাংলাদেশ খ. ব্রিটেন
গ. জাপান ঘ. নিউজিল্যান্ড
১২. কোন ধরনের সংবিধান পরিবর্তিত সমাজের সাথে তাল মিলিয়ে চলতে অক্ষম?
ক. অলিখিত সংবিধান
খ. সুপরিবর্তনীয় সংবিধান
গ. লিখিত সংবিধান
ঘ. দুষ্পরিবর্তনীয় সংবিধান
১৩. লিখিত সংবিধান কীরূপ হয়?
ক. সুস্পষ্ট ও সুনির্দিষ্ট খ. অস্পষ্ট
গ. অনির্দিষ্ট ঘ. ভিত্তিহীন
১৪. ভারতের সংবিধান কোন প্রকৃতির?
ক. লিখিত খ. অলিখিত
গ. সুপরিবর্তনীয় ঘ. দুষ্পরিবর্তনীয়
১৫. কোন ধরনের সংবিধান চিরাচরিত অভ্যাস ও আচার অনুষ্ঠানের ওপর ভিত্তি করে গড়ে ওঠে?
ক. লিখিত সংবিধান
খ. অলিখিত সংবিধান
গ. সুপরিবর্তনীয় সংবিধান
ঘ. দুষ্পরিবর্তনীয় সংবিধান
১৬. আইনসভার সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় কোন সংবিধান পরিবর্তন করা যায়?
ক. সুপরিবর্তনীয় খ. দুষ্পরিবর্তনীয়
গ. সুলিখিত ঘ. অলিখিত
১৭. সকল পরিস্থিতিতে স্থিতিশীল থাকতে বলা হয়েছে কোন সংবিধানে?
ক. সুপরিবর্তনীয় খ. দুষ্পরিবর্তনীয়
গ. লিখিত ঘ. অলিখিত
১৮. সরকারব্যবস্থা অস্থিতিশীল হতে পারে কোন সংবিধানে?
ক. উত্তম খ. লিখিত
গ. সুপরিবর্তনীয় ঘ. দুষ্পরিবর্তনীয়
১৯. অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় সরকারের মধ্যে ক্ষমতা বণ্টন করে দেওয়া হয়েছে কোন জাতীয় সংবিধানের মাধ্যমে?
ক. অলিখিত খ. লিখিত
গ. সুপরিবর্তনীয় ঘ. দুষ্পরিবর্তনীয়
২০. কোন সংবিধানের ধারা সহজে সংযোজন, পরিবর্তন বা সংশোধন করা যায়?
ক. সুপরিবর্তনীয় খ. দুষ্পরিবর্তনীয়
গ. লিখিত ঘ. উত্তম
সঠিক উত্তর
অধ্যায় ৫: ১১.ক ১২.খ ১৩.ক ১৪.ক ১৫.খ ১৬.ক ১৭.গ ১৮.গ ১৯.খ ২০.ক
শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা