অধ্যায় ৫
১. নাগরিকের অধিকার ও কর্তব্য, শাসকের ক্ষমতা এবং নাগরিক ও শাসকের সম্পর্ক কীরূপ, তা জানতে হলে কী করতে হয়?
ক. রাজনীতি করতে হয়
খ. সাংসদ হতে হয়
গ. সংবিধান পাঠ করতে হয়
ঘ. পাঠ্যবই পড়তে হয়
২. রাষ্ট্র পরিচালনার নিয়মকানুন কোথায় লিপিবদ্ধ থাকে?
ক. সংবিধানে
খ. ধর্মগ্রন্থে
গ. ফৌজদারি আইনে
ঘ. পাঠ্যপুস্তকে
৩. কোন দেশের সংবিধান তৈরি হয়নি বরং গড়ে উঠেছে?
ক. যুক্তরাষ্ট্রের সংবিধান
খ. ব্রিটিশ সংবিধান
গ. ভারতের সংবিধান
ঘ. বাংলাদেশের সংবিধান
৪. ব্রিটিশ সংবিধানে উল্লেখযোগ্য স্থান দখল করে আছে কোনটি?
ক. ম্যাগনাকার্টা
খ. হিউম্যান রাইটস
গ. শিল্পবিপ্লব
ঘ. গৌরবময় বিপ্লব
৫. বাংলাদেশের সংবিধান প্রণীত হয়েছে কোন পদ্ধতিতে?
ক. বিপ্লবের মাধ্যমে
খ. অনুমোদনের মাধ্যমে
গ. আলাপ-আলোচনার মাধ্যমে
ঘ. ক্রমবিবর্তনের মাধ্যমে
৬. বাংলাদেশের সংবিধান কত সালে গণপরিষদ কর্তৃক গৃহীত হয়?
ক. ১৯৭১ সালে খ. ১৯৭২ সালে
গ. ১৯৭৩ সালে ঘ. ১৯৭৪ সালে
৭. সংবিধান হলো—
i. রাষ্ট্রের চালিকাশক্তি
ii. রাষ্ট্রের দর্পণ
iii. রাষ্ট্রের সরকার পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. যুক্তরাজ্যের সংবিধানের ক্ষেত্রে প্রযোজ্য—
i. প্রথানির্ভর আইন
ii. অলিখিত সংবিধান
iii. ম্যাগনাকার্টা সনদ ব্রিটিশ সংবিধানে লিখিত রয়েছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. কোন সংবিধানের অধিকাংশ বিষয় দলিলে লিপিবদ্ধ থাকে?
ক. সুপরিবর্তনীয় সংবিধান
খ. লিখিত সংবিধান
গ. দুষ্পরিবর্তনীয় সংবিধান
ঘ. অলিখিত সংবিধান
১০. সুষ্পষ্টতা কোন সংবিধানের বৈশিষ্ট্য?
ক. সুপরিবর্তনীয় খ. দুষ্পরিবর্তনীয়
গ. লিখিত ঘ. অলিখিত
সঠিক উত্তর
অধ্যায় ৫: ১.গ ২.ক ৩.খ ৪.ক ৫.গ ৬.খ ৭.ক ৮.ঘ ৯.খ ১০.গ
শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা