এসএসসি ২০২২ - পৌরনীতি ও নাগরিকতা | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৫

৬১. বাংলাদেশের সংবিধানে কোন ধরনের সরকারব্যবস্থার প্রবর্তনের কথা বলা হয়েছে?

ক. সংসদীয় খ. রাষ্ট্রপতিশাসিত

গ. যুক্তরাষ্ট্রীয় ঘ. এককেন্দ্রিক

৬২. সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতির মেয়াদ দুবার করা হয়েছে?

ক. ৭ম খ. ৮ম

গ. ৯ম ঘ. ১০ম

৬৩. বাংলাদেশের সংসদীয় সরকারব্যবস্থার পুনঃপ্রবর্তন হয় কততম সংশোধনীর মাধ্যমে?

ক. একাদশ খ. দ্বাদশ

গ. ত্রয়োদশ ঘ. চতুর্দশ

৬৪. রাষ্ট্রের দিক থেকে সংবিধানকে বলা যায়—

i. চালিকা শক্তি

ii. মৌলিক দলিল

iii. দর্পণ বা আয়নাস্বরূপ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৫. ব্রিটেনের সংবিধান—

i. ধীরে ধীরে গড়ে উঠেছে

ii. অলিখিত

iii. দুষ্পরিবর্তনীয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৬. লিখিত সংবিধানের প্রচলন রয়েছে যেসব দেশে—

i. পাকিস্তানে

ii. ভারতে

iii. ব্রিটেনে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৭. বাংলাদেশের সংবিধানের সঙ্গে মিল রয়েছে—

i. ভারতের সংবিধানের

ii. যুক্তরাষ্ট্রের সংবিধানের

iii. ইংল্যান্ডের সংবিধানের

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৮. লিখিত সংবিধানের বৈশিষ্ট্য হলো—

i. এটি পড়ে সহজে বোঝা যায়

ii. এটি গতিশীল নয়

iii. সৃষ্ট পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৯. উত্তম সংবিধানের বৈশিষ্ট্য হলো—

i. জনমতের প্রতিফলন

ii. মৌলিক অধিকার সংরক্ষণ

iii. সংশোধন পদ্ধতি অনমনীয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭০. অলিখিত সংবিধানের বৈশিষ্ট্য হলো—

i. যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থার উপযোগী

ii. প্রগতির সহায়ক হয়ে থাকে

iii. বিপ্লবের আশঙ্কা কমায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৫: ৬১.ক ৬২.গ ৬৩.খ ৬৪.ঘ ৬৫.ক ৬৬.ক ৬৭.ক ৬৮.ক ৬৯.ক ৭০.খ

শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)