এসএসসি ২০২২ - বাংলা ১ম পত্র | বহিপীর : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

বহিপীর

৪১. নাটকের প্রাণ বলতে কোনটিকে বোঝায়?

ক. অঙ্ক খ. সংলাপ

গ. কাহিনি ঘ. চরিত্র

৪২. বাংলা নাট্যাঙ্গনে প্রথম আধুনিক নাট্যকার কে?

ক. রামনারায়ণ

খ. রামনারায়ণ তর্করত্ন

গ. মাইকেল মধুসূদন দত্ত

ঘ. দীনবন্ধু মিত্র

৪৩. ‘গূঢ়তত্ত্ব’ বলতে পীর সাহেব কী বোঝাতে চেয়েছেন?

ক. দুর্বোধ্য কোনো ব্যাপার

খ. অপ্রকাশিত কোনো ব্যাপার

গ. প্রচ্ছন্ন কোনো ব্যাপার

ঘ. একান্ত কোনো ব্যাপার

৪৪. ‘চারিদিকে আমি অন্ধকার দেখছি।’—উক্তিটি কার?

ক. হাশেম খ. হাতেম

গ. খোদেজা ঘ. তাহেরা

৪৫. হাতেম আলি শহরে এসেছিলেন—

ক. দাওয়াই করতে খ. বন্ধুকে দেখতে

গ. টাকা ধার করতে ঘ. ব্যবসায় করতে

৪৬. ‘বহিপীর’ নাটকের শেষ উক্তিকারী কে?

ক. বহিপীর খ. খোদেজা

গ. হাতেম আলি ঘ. হকিকুল্লাহ

৪৭. অ্যারিস্টটল নাটকে কত প্রকার ঐক্যের কথা বলেছেন?

ক. তিন খ. চার

গ. পাঁচ ঘ. ছয়

৪৮. নাটকে সাধারণত কয়টি উপাদান থাকে?

ক. তিন খ. চার

গ. ছয় ঘ. আট

৪৯. বাংলা আধুনিক নাটকের স্রষ্টা কে?

ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

খ. মাইকেল মধুসূদন দত্ত

গ. রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ. দীনবন্ধু মিত্র

৫০. বাংলা সাহিত্যের প্রথম আধুনিক নাটক কোনটি?

ক. নীলদর্পণ খ. শর্মিষ্ঠা

গ. পদ্মাবতী ঘ. কৃষ্ণকুমারী

সঠিক উত্তর

নাটক: বহিপীর: ৪১.খ ৪২.গ ৪৩.গ ৪৪.খ ৪৫.গ ৪৬.ক ৪৭.ক ৪৮.খ ৪৯.খ ৫০.খ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)