এসএসসি ২০২২ - বাংলা ১ম পত্র | বহিপীর : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

বহিপীর

৩১.‘যে মেয়ে ঘর ছেড়ে পালাতে পারে, সে অত সহজে ভয় পায় না।’—কার সম্পর্কে এ উক্তি করা হয়েছে?

ক. তাহেরা খ. খোদেজা

গ. রাহেলা ঘ. রহিমা

৩২.‘একটা স্বপ্ন ভেঙে গেলে আরেকটা স্বপ্ন গড়তে পারব।’— এ উক্তির মাধ্যমে হাশেম চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশ পায়?

ক. স্বাধীনতা খ. আত্মবিশ্বাসী

গ. স্বার্থপরতা ঘ. উগ্রতা

৩৩. বিয়ের রাতে তাহেরা কাকে সঙ্গে নিয়ে পালিয়ে গিয়েছিল?

ক. আপন ভাইয়ের সঙ্গে

খ. নাবালেগ চাচাতো ভাইয়ের সঙ্গে

গ. চাচার সঙ্গে

ঘ. মামাতো ভাইয়ের সঙ্গে

৩৪. ‘বহিপীর’ নাটকের শেষ সংলাপটি কার?

ক. বহিপীরের খ. হাশেমের

গ. খোদেজার ঘ. তাহেরার

৩৫. ‘আমাকে বিবি সাহেবা ডাকবেন না।’—তাহেরার এ উক্তিতে প্রকাশ পেয়েছে—

i. বদান্যতা

ii. সমাজ-সংস্কারের প্রতি বিদ্রোহ

iii. নারীর স্বাধীনতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৬. তাহেরার চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—

ক. লজ্জা খ. পীরপ্রীতি

গ. বাস্তবজ্ঞান ঘ. সাহস

৩৭. তাহেরার মতে পীর সাহেব কেমন লোক?

ক. বুদ্ধিমান খ. প্রবঞ্চক

গ. যুক্তিবাদী ঘ. আত্মবিশ্বাসী

৩৮. বহিপীর কোন শর্তে জমিদারকে টাকা কর্জ দিতে রাজি হয়?

ক. তাহেরার ভরণপোষণ দিতে হবে

খ. হাশেমকে তাহেরার জীবন থেকে সরে যেতে হবে

গ. তাহেরাকে তার সঙ্গে ফিরে যেতে হবে

ঘ. তাহেরাকে তার কথা বোঝাতে হবে

৩৯. ‘আমি কি বকরি ঈদের গরু-ছাগল নাকি?’—তাহেরার এ উক্তিতে কী প্রকাশ পেয়েছে?

ক. আনন্দ খ. ঘৃণা

গ. অভিমান ঘ. প্রতিবাদ

৪০. ‘বহিপীর’ নাটকে প্রকাশ পেয়েছে—

ক. ধর্মান্ধতা

খ. সামাজিক সংকট

গ. মানবিক মূল্যবোধের প্রতি ধিক্কার

ঘ. পীরের উদারতা

সঠিক উত্তর

নাটক: বহিপীর: ৩১.ক ৩২.খ ৩৩.খ ৩৪.গ ৩৫.ক ৩৬.ঘ ৩৭.ক ৩৮.গ ৩৯.ঘ ৪০.ক

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)