অধ্যায় ১
১. কোনটি মলাস্কা পর্বের প্রাণীতে পাওয়া যায়?
ক. রেডুলা
খ. নেফ্রিডিয়া
গ. ট্রকোফোর লার্ভা
ঘ. ট্যাগমাটা
২. Scoliodon laticaudus-এর আইশ কোন ধরনের?
ক. সাইক্লয়েড খ. প্ল্যাকয়েড
গ. টিনয়েড ঘ. গ্যানয়েড
৩. Echinodermata পর্বের বৈশিষ্ট্য কোনটি?
ক. দেহ অপ্রতিসম
খ. দেহ কিউটিকল দ্বারা আবৃত
গ. দেহ খোলক দ্বারা আবৃত
ঘ. বহিঃকঙ্কাল কণ্টকময়
৪. কোন পর্বভুক্ত প্রাণীরা স্যুডোসিলোমেট?
ক. পরিফেরা খ. নিডারিয়া
গ. নেমাটোডা ঘ. মলাস্কা
নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
অর্পা মিউজিয়ামে ঘুরতে গেল। সেখানে সংরক্ষণ করা বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো।
৫. উল্লিখিত প্রাণীটি কোন শ্রেণির অন্তর্ভুক্ত?
ক. Sarcopterygii
খ. Actinopterygii
গ. Chondrichthyes
ঘ. Cephalaspido morphi
৬. উল্লিখিত প্রাণীটির বৈশিষ্ট্য হলো—
i. দেহ প্লাকয়েড আঁইশে আবৃত
ii. পুচ্ছ পাখনা হোমোসার্কাল
iii. ৫-৭ জোড়া ফুলকারন্ধ্র
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. শ্রেণিবিন্যাসের সবচেয়ে বড় একক কোনটি?
ক. Phylum খ. Class
গ. Order ঘ. Family
৮. কোন পর্বের প্রাণীর ত্বক কাঁটাযুক্ত?
ক. Mollusca
খ. Annelida
গ. Cnidaria
ঘ. Echinodermata
৯. কোনটি অপ্রতিসম প্রাণী?
ক. ইলিশ খ. তারা মাছ
গ. হাইড্রা ঘ. অ্যামিবা
সঠিক উত্তর
অধ্যায় ১: ১. ক ২. খ ৩. ঘ ৪. গ ৫. গ ৬. খ ৭. ক ৮. ঘ ৯. ঘ