পঞ্চম শ্রেণি – গণিত | অনুশীলনী ১

পঞ্চম শ্রেণির পড়াশোনা

৫। প্রশ্ন: ৩২৬৭ × ২৪৫ = কত?

সমাধান

৩২৬৭

×২৪৫

১৬৩৩৫

১৩০৬৮০

৬৫৩৪০০

৮০০৪১৫

∴ ৩২৬৭ × ২৪৫ = ৮০০৪১৫

৬। প্রশ্ন: ৪০০৭ × ৮০৯ = কত?

সমাধান

৪০০৭

×৮০৯

৩৬০৬৩

০০০০০

৩২০৫৬০০

৩২৪১৬৬৩

∴ ৪০০৭ × ৮০৯ = ৩২৪১৬৬৩

ধরন-২

৭। প্রশ্ন: ৮০০ × ৯০০ = কত?

সমাধান

৮০০

×৯০০

৭২০০০০

∴ ৮০০ × ৯০০ = ৭২০০০০

৮। প্রশ্ন: ৬০০০ × ৯০০ = কত?

সমাধান

৬০০০

×৯০০

৫৪০০০০০

∴ ৬০০০ × ৯০০ = ৫৪০০০০০

লক্ষ করো: গুণ্য ও গুণক উভয় ক্ষেত্রে একক ও দশকের ঘরে শূন্য (০) রয়েছে। গুণকের একক ও দশকের ঘরে শূন্য (০) থাকায় একক ও দশকের গুণ দেখানো হয়নি। তবে গুণফলে গুণ্য ও গুণকের শূন্যগুলো (০০) বসিয়ে গুণফল পাওয়া গেছে।

৯। সহজ পদ্ধতিতে গুণ করার নিয়ম:

প্রশ্ন: ৯৯৯ × ৪৫ = কত?

সমাধান

৯৯৯ × ৪৫

= (১০০০-১) × ৪৫

= (১০০০ × ৪৫)-(১ × ৪৫)

= ৪৫০০০-৪৫

= ৪৪৯৫৫

∴ ৯৯৯ × ৪৫ = ৪৪৯৫৫

১০। প্রশ্ন: ৯৯০ × ৩৬০ = কত?

সমাধান

(১০০০-১০) × ৩৬০

= (১০০০ × ৩৬০)-(১০ × ৩৬০)

= ৩৬০০০০-৩৬০০

= ৩৫৬৪০০

∴ ৯৯০ × ৩৬০ = ৩৫৬৪০০।

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা

পূর্বের দিনের পড়া