পঞ্চম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ : সংক্ষিপ্ত প্রশ্ন (৫-৬)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

৫। প্রশ্ন: নবাব কেন যুদ্ধে পরাজিত হয়েছিলেন?

উত্তর: এ দেশের বণিকেরা ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর যুদ্ধে নবাবের বিরুদ্ধে ইংরেজদের পক্ষে যোগ দেন। সেনাবাহিনীর প্রধান মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে নবাব পরাজিত হন।

৬। প্রশ্ন: ইতিহাসের কোন সময় কোম্পানির শাসন নামে পরিচিত এবং কোম্পানির প্রথম শাসনকর্তা কে ছিলেন?

উত্তর: ১৭৫৭ থেকে ১৮৫৭ সাল পর্যন্ত এক শ বছর এ দেশে ইস্ট-ইন্ডিয়া কোম্পানির শাসন চলে। ইতিহাসে যা কোম্পানির শাসন নামে পরিচিত। কোম্পানির প্রথম শাসনকর্তা ছিলেন লর্ড ক্লাইভ।

রাবেয়া সুলতানা, শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা

◀ সংক্ষিপ্ত প্রশ্ন (৩-৪)