৭। প্রশ্ন: ঘাসফুল কার সাথে নিজেকে তুলনা করছে? কীভাবে তুলনা করেছে?
উত্তর: পৃথিবীর বুকে যত আদর, স্নেহ, ভালোবাসা রয়েছে, তার সাথেই ঘাসফুল নিজেকে তুলনা করেছে। ঘাসফুলের মতে ধরার বুকের স্নেহ-কণাগুলিই আসলে প্রকৃতিতে ঘাস হয়ে ফুটে ওঠে। আর ঘাসফুল হচ্ছে তারই লাল, নীল সাদা হাসির বর্ণচ্ছটা, মায়াবী সুর জীবনকে ছন্দে-আনন্দে ভরে তোলে। ঘাসফুল এভাবেই নিজের বিশেষত্ব বুকের স্নেহ-কণার সাথে নিজেকে তুলনা করেছে।
৮। প্রশ্ন: ফুল মানুষকে কীভাবে আনন্দ দেয়?
উত্তর: ফুল সৌন্দর্যের প্রতীক। গাছে ফুল ফুটলে তা দেখে আমরা আনন্দ পাই। নানা রকম উত্সব, অনুষ্ঠান, পার্বণে ফুল দিয়ে আমরা চারপাশ সাজাই। যা আমাদের মনকে সজীব করে, অনুষ্ঠানের পরিবেশেও আনে নতুন মাত্রা। তা ছাড়া উপহার হিসেবেও ফুল মানুষকে নির্মল আনন্দ দেয়।
খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা