পরীক্ষা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই | এসএসসি ২০২২ - প্রধান শিক্ষকের বিশেষ পরামর্শ
এসএসসি পরীক্ষা নিয়ে তোমরা ভয় পাবে না। মনোবল চাঙা করে পরীক্ষা দেবে। কোনোভাবেই পরীক্ষার খাতায়, ওএমআর শিটে কাটাকাটি করা যাবে না। ঘষামাজা খাতা মূল্যায়নে কখনো কখনো প্রভাব ফেলে। চাপমুক্ত হয়ে পরীক্ষা দেবে। পরীক্ষার আগের রাতে পর্যাপ্ত ঘুমাতে হবে। আগের পুরো রাত জেগে পড়া রিভিশন দিয়ে, পরদিন পরীক্ষার হলে গিয়ে ঝিমিয়ে পড়া চলবে না। একটি বিষয়ের পরীক্ষা কোনো কারণে মনের মতো না হলে মন খারাপ করবে না। পরের পরীক্ষার জন্য চেষ্টা করবে। অভিভাবকেরা আপনাদের সন্তানদেরকে পরীক্ষা নিয়ে কোনো ধরনের চাপাচাপি করবেন না। পরীক্ষার হলে শব্দ কম করবে। পরীক্ষার হলে কোনো অযথা ঝামেলা সৃষ্টি হলে অথবা কোনো অসুবিধা হলে কক্ষে থাকা শিক্ষকের শরণাপন্ন হবে।
রোকসানা ফেরদৌস মজুমদার, প্রধান শিক্ষক, নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কুমিল্লা