অধ্যায় ৬
১. একটি বৈধ চেকের মেয়াদ কত দিন থাকে?
ক. ১৫ দিন খ. ৩ মাস
গ. ৬ মাস ঘ. ১ বছর
২. MICR চেক বলতে কী বোঝায়?
ক. Magnetic Ink Character Recognition
খ. Magnetic Ink Character Realization
গ. Magnetic Ink Cheque Recognition
ঘ. Magnetic Ink Cheque Realization
৩. মিউটিলেটেড চেক কাকে বলে?
ক. ভবিষ্যৎ তারিখের চেক
খ. দুই বা ততোধিক অংশে বিচ্ছিন্ন চেক
গ. তারিখবিহীন চেক
ঘ. স্বাক্ষরবিহীন চেক
৪. চেকের বস্তুগত পরিবর্তন করতে পারে—
ক. আদিষ্ট খ. ব্যাংক
গ. আদেষ্টা ঘ. কেন্দ্রীয় ব্যাংক
৫. চেক হলো একটি—
ক. আদেশপত্র খ. অনুরোধপত্র
গ. উপদেশপত্র ঘ. ঋণপত্র
৬. যে চেক পেতে ব্যাংক হিসাবের প্রয়োজন হয় না—
ক. বাহকের চেক
খ. দাগকাটা চেক
গ. ভ্রমণকারীর চেক
ঘ. খোলা চেক
৭. ফাঁকা চেকে কী থাকে না?
ক. তারিখ খ. টাকার পরিমাণ
গ. স্বাক্ষর ঘ. প্রাপকের নাম
৮. কোন চেকের টাকা ব্যাংক সরাসরি প্রাপককে প্রদান করে না?
ক. বাহক চেক খ. আদেশ চেক
গ. দাগকাটা চেক ঘ. খোলা চেক
সঠিক উত্তর
অধ্যায় ৬: ১. গ ২. ক ৩. খ ৪. গ ৫. ক ৬. গ ৭. খ ৮. গ
নির্মল ইন্দু সরকার, সাবেক প্রভাষক
সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা