অধ্যায় ১
১১. বাংলাদেশের টেলিভিশনের কোন অনুষ্ঠান দেখে মাজহারুল ইসলাম স্ট্রবেরি চাষে উত্সাহিত হন?
ক. মাটি ও মানুষ খ. ইত্যাদি
গ. কৃষি দিবানিশি ঘ. বাংলার মাটি
১২. সভ্যতার শুরুতে মানুষ কিসের ওপর লিখে মনের ভাব প্রকাশ করত —
i. পাথরের ওপর
ii. গাছের বাকলের ওপর
iii. মাটির ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. আগে লোকেরা তথ্য দেওয়া-নেওয়া বা বাঁচিয়ে রাখার জন্য ব্যবহার করত?
i. ইন্টারনেট
ii. মাটি, পাথর
iii. গাছের বাকল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪. তিশার ভাইয়ের কম্পিউটারে কিসের সংযোগ থাকায় বইটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা সম্ভব হলো?
ক. টেলিফোনের খ. ইন্টারনেটের
গ. প্রিন্টারের ঘ. স্ক্যানারের
১৫. রিয়াদ একটি বই ওয়েবসাইট থেকে নামাবে। এজন্য কী কী জিনিসের প্রয়োজন হবে?
ক. কম্পিউটার
খ. কম্পিউটার, ইন্টারনেট সংযোগ
গ. কম্পিউটার, ওয়েবসাইট ঠিকানা
ঘ. কম্পিউটার, ইন্টারনেট সংযোগ এবং ওয়েবসাইট ঠিকানা
১৬. কোনটি জাদুঘরের সামগ্রীতে পরিণত হচ্ছে?
ক. হাতে লেখা চিঠি খ. মোবাইল ফোন
গ. ল্যান্ডফোন ঘ. কম্পিউটার
১৭. গ্লোবাল ভিলেজ কথাটির অর্থ কী?
ক. পুরো পৃথিবী যেন একটি দেশ
খ. পুরো পৃথিবী একটি মহাদেশের মতো
গ. পুরো পৃথিবী একটি থালার মতো
ঘ. সম্পূর্ণ পৃথিবী একটি গ্রামের মতো
১৮. আমরা যে কম্পিউটার ব্যবহার করি, তাকে কী বলা হয়?
ক. সুপার কম্পিউটার খ. মিনি কম্পিউটার
গ. মেইনফ্রেম কম্পিউটার ঘ. মাইক্রো কম্পিউটার
১৯. কোনটি আবিষ্কারের ফলে পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে অসীম সম্ভাবনা সৃষ্টি হয়েছে?
ক. কম্পিউটার খ. ইন্টারনেট
গ. মোবাইল ফোন ঘ. অপটিক্যাল ফাইবার
২০. কোন আবিষ্কারের ফলে কম্পিউটার মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়?
ক. পারসোনাল কম্পিউটার
খ. সুপার কম্পিউটার
গ. মিনি কম্পিউটার
ঘ. ল্যাপটপ
সঠিক উত্তর
অধ্যায় ১: ১১.গ ১২.ঘ ১৩.গ ১৪.খ ১৫.ঘ ১৬.ক ১৭.ঘ ১৮.ঘ ১৯.খ ২০.ক
মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা