ষষ্ঠ শ্রেণি - বাংলা ১ম পত্র | জন্মভূমি : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

জন্মভূমি

২১. জন্মভূমির বিচিত্র সৌন্দর্য কবির মনকে কী করে?

ক. পাগল করে খ. বাক্হীন করে

গ. আকুল করে ঘ. অনুপ্রেরণা দেয়

২২. ‘ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা’—‘জন্মভূমি’ কবিতার সঙ্গে এই চরণটির সাদৃশ্য কোথায়?

ক. স্বদেশ ভাবনায়

খ. আত্মভাবনায়

গ. মুক্ত চেতনায়

ঘ. ভাবের গভীরতায়

২৩. ‘জন্মভূমি’ কবিতায় প্রধানত ব্যক্ত হয়েছে —

i. কবির দেশপ্রেম

ii. কবির বেদনা

iii. কবির আশাবাদ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৪. কবির জনম সার্থক হয়েছে —

i. এ দেশে জন্মেছে বলে

ii. মাতৃভূমিকে ভালোবেসেছেন বলে

iii. জন্মভূমি রানির মতো ঐশ্বর্যশালিনী বলে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৫. ‘শীতল হয়’ অর্থ প্রকাশ করে কোনটি?

ক. ছায়ায় খ. জুড়ায়

গ. পাড়ায় ঘ. বাড়ায়

২৬. ‘গগন’ শব্দের অর্থ কী?

ক. মেঘ খ. আকাশ

গ. হীরক ঘ. বাতাস

২৭. কবি মাতৃভূমির স্নেহছায়ায় কী লাভ করেছেন?

ক. দুঃখ-কষ্ট খ. গাড়ি-বাড়ি

গ. সুখশান্তি ঘ. টাকাপয়সা

২৮. কোন গ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন?

ক. ক্ষণিকা খ. বলাকা

গ. সোনারতরী ঘ. গীতাঞ্জলি

২৯. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কারে ভূষিত হন?

ক. ১৯১০ সালে খ. ১৯১১ সালে

গ. ১৯১২ সালে ঘ. ১৯১৩ সালে

৩০. কবির মন আকুল হয় কিসে?

ক. চাঁদের আলোয়

খ. গাছের ছায়ায়

গ. ফুলের গন্ধে

ঘ. জন্মভূমির আলোয়

সঠিক উত্তর

জন্মভূমি: ২১.গ ২২.ক ২৩.গ ২৪.ক ২৫.খ ২৬.খ ২৭.গ ২৮.ঘ ২৯.ঘ ৩০.গ

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা

◀ বহুনির্বাচনি-প্রশ্ন (১১-২০)