ষষ্ঠ শ্রেণি - বাংলা ১ম পত্র | সুখ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

সুখ

১১. কীভাবে সুখ লাভ করা যায়?

ক. অর্থের দ্বারা খ. কর্মের দ্বারা

গ. ভাগ্যের দ্বারা ঘ. কান্নার দ্বারা

১২. নিপা অন্যের দরকারে এগিয়ে যান। নিপার মনোভাবের সঙ্গে নিচের কোন কবিতার ভাবের মিল আছে?

ক. সুখ খ. জন্মভূমি

গ. মানুষ জাতি ঘ. ঝিঙে ফুল

১৩. প্রকৃতপক্ষে সুখ বলতে কী বোঝায়?

ক. মনের শান্তি

খ. দেহের শান্তি

গ. মন যা চায়, তা করা

ঘ. আকাঙ্ক্ষার পূর্তি

নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও

সহপাঠী সুমন অসুস্থ হয়ে পড়ে। তাই দিপু তাকে বাসায় পৌঁছে দেয়। পরদিন আবার তাকে দেখতে যায়।

১৪. উদ্দীপকের মূলভাব কোন রচনাকে সমর্থন করে?

ক. ফাগুন মাস খ. আকাশ

গ. সুখ ঘ. জন্মভূমি

১৫. দিপুর আচরণে প্রকাশ পায়—

i. পরোপকারিতা

ii. সাহসিকতা

iii. মানবিকতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৬. কখন জীবন অর্থহীন হয়?

i. সকলে মিলে কাঁদলে

ii. সুখ সুখ করে কাঁদলে

iii. নিজের কষ্টে কাঁদলে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৭. কবি ‘সমর-অঙ্গন’ বলতে কোনটিকে বুঝিয়েছেন?

ক. প্রান্তরকে খ. সংসারকে

গ. যুদ্ধক্ষেত্রকে ঘ. ঘরের অঙ্গনকে

১৮. ‘যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার’—উক্তিটি দ্বারা কবি কোন বিষয়টিকে তুলে ধরেছেন?

ক. সুখের চিন্তাই সুখ পথে অন্তরায়

খ. সর্বদা শোক করলে দুঃখ বেড়ে যায়

গ. সুখের কথা ভাবলেই সুখ আসে না

ঘ. কান্নাকাটি করলে দুঃখ কমে যায়

১৯. ‘সুখ’ কোন ধরনের কবিতা?

ক. দেশাত্মবোধক খ. উপদেশমূলক

গ. উদ্দীপনামূলক ঘ. সাম্যমূলক

২০. সুখ কবিতা পাঠের উদ্দেশ্য কী?

i. আত্মকেন্দ্রিকতা ত্যাগ

ii. স্বার্থপরতা ত্যাগ

iii. মানবপ্রেমে উদ্ধুদ্ধ হওয়া

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

সুখ: ১১.খ ১২.ক ১৩.ক ১৪.গ ১৫.ঘ ১৬.ঘ ১৭.খ ১৮.খ ১৯.খ ২০.ঘ

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা

◀ বহুনির্বাচনি-প্রশ্ন (১-১০) | বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০) ▶