ষষ্ঠ শ্রেণি - বাংলা ১ম পত্র | মিনু : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

মিনু

১১. মিনুর মনের ভেতরে কার জন্য প্রতীক্ষা?

ক. পিসিমার জন্য খ. মাসিমার জন্য

গ. বাবার জন্য ঘ. মায়ের জন্য

১২. কোন কষ্টটি মিনুর একান্ত নিজস্ব?

ক. লেখাপড়া শিখতে না পারা

খ. বাবার ফিরে না আসা

গ. মাসিমার গঞ্জনা

ঘ. শারীরিক প্রতিবন্ধকতা

১৩. মিনু কার বাড়িতে থাকে?

ক. বাবার বন্ধুর খ. ভাইয়ের

গ. পিসিমার ঘ. মাসিমার

১৪. মিনুর বয়স কত?

ক. দশ বছর খ. এগারো বছর

গ. বারো বছর ঘ. তেরো বছর

১৫. মিনুর পিসেমশাই কে?

ক. যোগেন বসাক খ. কানাই লাল

গ. অতুল সেন ঘ. হরলাল রায়

১৬. মিনু সব বুঝতে পারে কী ভাবে?

ক. ছবি দেখে

খ. ঠোঁট নাড়া আর মুখের ভাব দেখে

গ. লেখার মাধ্যমে

ঘ. আকার-ইঙ্গিতে

১৭. দৃষ্টির ভেতর দিয়েই সৃষ্টিকে গ্রহণ করেছে কে?

ক. পিসিমা খ. গদাই

গ. মিনু ঘ. শানু

১৮. মিনু কখন ঘুম থেকে ওঠে?

ক. সূর্যোদয়ের পর

খ. ভোর ছয়টায়

গ. ভোর পাঁচটায়

ঘ. ভোর চারটায়

১৯. শুকতারা কী?

ক. উপগ্রহ খ. নক্ষত্র

গ. গ্রহ ঘ. গ্রহাণু

২০. সূর্যোদয়ের আগে শুকতারা কোন আকাশে দেখা যায়?

ক. দক্ষিণ আকাশে

খ. উত্তর আকাশে

গ. পশ্চিম আকাশে

ঘ. পূর্ব আকাশে

সঠিক উত্তর

মিনু: ১১.ক ১২.খ ১৩.গ ১৪.ক ১৫.ক ১৬.খ ১৭.গ ১৮.ঘ ১৯.গ ২০.ঘ

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)