অধ্যায় ১
১১. কোনো কিছু সম্পর্কিত তথ্যকে কী বলা হয়?
ক. বিজ্ঞান খ. জ্ঞান
গ. রাশি ঘ. বিশ্বাস
১২. পদার্থের পরিমাণের একক কোনটি?
ক. ক্যান্ডেলা খ. মোল
গ. কিলোমিটার ঘ. কেলভিন
১৩. আন্তর্জাতিক পদ্ধতিতে মৌলিক একক কয়টি?
ক. ৫টি খ. ৯টি
গ. ৭টি ঘ. ১১টি
১৪. বৈজ্ঞানিক পদ্ধতির শেষ ধাপ কোনটি?
ক. পরীক্ষা খ. সিদ্ধান্ত
গ. ফলাফল ঘ. উপাত্ত সংগ্রহ
১৫. সময়ের একক কোনটি?
ক. সেকেন্ড খ. মিনিট
গ. ঘণ্টা ঘ. দিন
১৬. একটি বইয়ের ক্ষেত্রফল ২০ বর্গ ইঞ্চি হলে এবং দৈর্ঘ্য ৪.৫০ ইঞ্চি হলে বইটির প্রস্থ কত?
ক. ০.২২৫ ইঞ্চি খ. ২.৫০ ইঞ্চি
গ. ৪.৪৪ ইঞ্চি ঘ. ৯০ ইঞ্চি
১৭. কত সাল থেকে পৃথিবীর সব দেশে একটি সাধারণ পরিমাপের পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয়?
ক. ১৮৭৫ সাল খ. ১৮৭৭ সাল
গ. ১৯৬০ ঘ. ১৯৭৫ সাল
১৮. ১ কিমি. = কত মিলিমিটার?
ক. ১০০০ মিমি
খ. ১০০০০ মিমি
গ. ১০০০০০ মিমি
ঘ. ১০০০০০০ মিমি
১৯. বর্তমানে জ্বর নির্ণয়ে কতটি একক বহুল ব্যবহৃত হয়?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
২০. ডাক্তারি থার্মোমিটারের দাগাঙ্কিত পাঠ কত?
ক. ৩০°-৪০° ফারেনহাইট
খ. ৯৪°-১০৮° ফারেনহাইট
গ. ৯৫°-১০৫° ফারেনহাইট
ঘ. ৯৬°-১০৬° ফারেনহাইট
সঠিক উত্তর
অধ্যায় ১: ১১.খ ১২.খ ১৩.গ ১৪.গ ১৫.গ ১৬.গ ১৭.ক ১৮.ঘ ১৯.ক ২০.খ
পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা