ষষ্ঠ শ্রেণি - বিজ্ঞান | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

১. রবার্ট হুক কত সালে কোষ আবিষ্কার করেন?

ক. ১৬৬০ খ. ১৬৬৫

গ. ১৭৬০ ঘ. ১৮৬৫

২. জীবন্ত কোষে কী থাকে?

ক. প্রোটোপ্লাজম খ. নিউক্লিয়াস

গ. গলজি বডি ঘ. দেহকোষ

৩. কোষপ্রাচীর কোন কোষে দেখা যায়?

ক. প্রাণিকোষে খ. উদ্ভিদকোষে

গ. উদ্ভিদে ঘ. কোষঝিল্লিতে

৪. উদ্ভিদকোষের প্রধান বৈশিষ্ট্য কোনটি?

ক. প্লাস্টিড খ. গলজি বডি

গ. প্রকৃত কোষ ঘ. প্রাচীর

৫. কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয় কাকে?

ক. নিউক্লিয়াস খ. প্রাণিকোষ

গ. মাইটোকন্ড্রিয়া ঘ. প্রোটোপ্লাজম

৬. কোষের মধ্যে নিউক্লিয়াস কোন অবস্থায় থাকে?

ক. দাঁড়ানো খ. ভাসমান

গ. নিমজ্জিত ঘ. ডুবন্ত

৭. কোনটি জীবের বৈশিষ্ট্য বহন করে পরবর্তী প্রজন্মে নিয়ে যায়?

ক. নিউক্লিয়াস খ. ক্রোমাটিন তন্তু

গ. প্রোটোপ্লাজম ঘ. জীবন্ত কোষ

৮. জীবদেহের গঠন ও কাজের একককে কী বলে?

ক. কোষ খ. প্লাস্টিড

গ. প্রাণিকোষ ঘ. নিউক্লিয়াস

৯. কোন বিজ্ঞানী জীবকোষ আবিষ্কার করেন?

ক. আইজ্যাক নিউটন

খ. রবার্ট হুক

গ. লিউয়েন হুক

ঘ. ক্যারোলাস লিনিয়াস

১০. কোনটি উদ্ভিদকোষের বৈশিষ্ট্য?

ক. DNA খ. RNA

গ. প্লাস্টিড ঘ. সেন্ট্রোসোম

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১.খ ২.ক ৩.খ ৪.ক ৫.গ ৬.খ ৭.খ ৮.ক ৯.খ ১০.গ

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন