ষষ্ঠ শ্রেণি - বিজ্ঞান |অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

২১. প্রকৃত কোষের বৈশিষ্ট্য —

i. নিউক্লিয়াস সুগঠিত

ii. উচ্চ শ্রেণির জীবদেহে থাকে

iii. নিউক্লিয়ার আবরণী থাকে না

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২২. দেহকোষের বৈশিষ্ট্য —

i. দেহের বৃদ্ধি ঘটায়

ii. দেহের গঠনে অংশ নেয়

iii. বিভাজনে অক্ষম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৩. জীবনের ভৌত ভিত্তি বলা হয় কাকে?

ক. নিউক্লিয়াসকে

খ. প্রোটোপ্লাজমকে

গ. সাইটোপ্লাজমকে

ঘ. মাইটোকন্ড্রিয়াকে

২৪. প্রোটোপ্লাজম কয়টি অংশ নিয়ে গঠিত?

ক. ৩ খ. ৪

গ. ৫ ঘ. ৬

২৫. প্রোটোপ্লাজমের গঠন কী রূপ?

ক. কঠিন খ. অর্ধতরল

গ. তরল ঘ. গ্যাসীয়

২৬. কোষপ্রাচীরের অভ্যন্তরে পাতলা পর্দাবেষ্টিত জেলির ন্যায় থকথকে আধা তরল বস্তুকে কী বলে?

ক. সেন্ট্রোজোম খ. মাইটোকন্ড্রিয়া

গ. প্রোটোপ্লাজম ঘ. ক্লোরোপ্লাস্ট

২৭. কোনটির কোষে কোষপ্রাচীর থাকে না?

ক. উদ্ভিদ খ. প্রাণী

গ. প্রোটোজোয়া ঘ. অণুজীব

২৮. কোনটির উপস্থিতির জন্য ফুল, পাতা ও ফল রঙিন হয়?

ক. মাইটোকন্ড্রিয়া খ. নিউক্লিয়াস

গ. লাইসোজোম ঘ. প্লাস্টিড

২৯. কোষের বর্ণাধার বলা হয় কোনটিকে?

ক. কোষঝিল্লিকে খ. প্লাস্টিডকে

গ. নিউক্লিয়াসকে ঘ. ক্রোমোজোমকে

৩০. নিচের কোনটিতে প্লাস্টিড থাকে না?

ক. মানুষ খ. মস

গ. কাঁঠাল ঘ. জাম

সঠিক উত্তর

অধ্যায় ৩: ২১.ক ২২.ক ২৩.খ ২৪.ক ২৫.খ ২৬.গ ২৭.খ ২৮.ঘ ২৯.খ ৩০.ক

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)