ষষ্ঠ শ্রেণি - বিজ্ঞান | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

১১. কোন ধরনের প্লাস্টিড খাদ্য সঞ্চয় করে?

ক. ক্রোমোপ্লাস্ট খ. ক্লোরোপ্লাস্ট

গ. অটোপ্লাস্ট ঘ. বর্ণহীন প্লাস্টিড

১২. উদ্ভিদকোষের সবচেয়ে বড় ও ফাঁকা অংশটি কী নামে পরিচিত?

ক. প্লাস্টিড খ. কোষগহ্বর

গ. সাইটোপ্লাজম ঘ. মাইটোকন্ড্রিয়া

১৩. আবরণবিহীন নিউক্লিয়াস পাওয়া যায় কোন কোষে?

ক. প্রকৃত কোষ খ. প্রাণিকোষ

গ. আদি কোষ ঘ. উদ্ভিদকোষ

১৪. সাইটোপ্লাজম মূলত কী দিয়ে তৈরি?

ক. আমিষ খ. শ্বেতসার

গ. RNA ঘ. ফ্যাটি অ্যাসিড

১৫. কোষপ্রাচীরের ছিদ্রকে কী বলে?

ক. কোষগহ্বর খ. কূপ

গ. সেন্ট্রিওল ঘ. কোণ

১৬. কোষপ্রাচীরের কাজ—

i. কোষের আকার প্রদান করা

ii. বিভিন্ন অঙ্গাণু ধারণ করা

iii. ভেতরের অংশকে রক্ষা করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৭. উদ্ভিদের কোষপ্রাচীর কী দিয়ে তৈরি?

ক. লিপিড খ. প্রোটিন

গ. শর্করা ঘ. সেলুলোজ

১৮. বর্ণহীন প্লাস্টিডের কাজ কোনটি?

ক. শর্করা তৈরি

খ. পরাগায়ন ঘটানো

গ. পানি সঞ্চয় করা

ঘ. খাদ্য সঞ্চয় করা

১৯. প্লাস্টিড দায়ী—

i. পাতার বিচিত্র রঙের জন্য

ii. ফুলের বিচিত্র রঙের জন্য

iii. ফলের বিচিত্র রঙের জন্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২০. কেন্দ্রিকার উপস্থিতি–অনুপস্থিতির ওপর ভিত্তি করে কোষ কত প্রকার?

ক. ২ খ. ৩

গ. ৪ ঘ. ৫

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১১.ঘ ১২.খ ১৩.গ ১৪.ক ১৫.খ ১৬.খ ১৭.ঘ ১৮.ঘ ১৯.ঘ ২০.ক

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০) | বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০) ▶