ষষ্ঠ শ্রেণি - বাংলা | বানান : বহুনির্বাচনি প্রশ্ন

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

বানান

১. বানান বলতে কী বোঝায়?

ক. বর্ণন খ. বর্ণনা করা

গ. বর্ণিল ঘ. বিশ্লেষণ

২. পরিপূর্ণভাবে ধ্বনি অনুযায়ী কোন নিয়ম বিশ্বের কোনো ভাষায় নেই?

ক. বানান লেখার নিয়ম

খ. ধ্বনির নিয়ম

গ. শব্দ গঠনের নিয়ম

ঘ. ব্যাকরণের নিয়ম

৩. কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক বানানের ওপর প্রকাশিত গ্রন্থের নাম কী?

ক. বাংলা শব্দের বানানের নিয়ম

খ. বাঙ্গলা শব্দের বানানের নিয়ম

গ. বাঙ্গাল শব্দের বানানের নিয়ম

ঘ. বাঙ্গালা শব্দের বানানের নিয়ম

৪. ‘বাংলা শব্দের বানানের নিয়ম’ কখন প্রকাশিত হয়?

ক. ১৯৩৫ খ. ১৯৩৬

গ. ১৯৩৭ ঘ. ১৯৩৮

৫. বাংলাদেশে যে প্রতিষ্ঠানগুলো বানানরীতি তৈরি করেছে, সেগুলো হলো—

i. বাংলাদেশ টেক্সট বুক বোর্ড

ii. বাংলা একাডেমি

iii. ঢাকা বিশ্ববিদ্যালয়

নিচের কোনটি ঠিক?

ক. i খ. ii

গ. i ও ii ঘ. i, ii ও iii

৬. বিদেশি শব্দের বানানে সব সময় কী হবে?

ক. ণ খ. ই বা ই-কার

গ. ষ ঘ. ঈ বা ঈ-কার

৭. জাতিবাচক শব্দে কোনটি ব্যবহৃত হয়?

ক. দীর্ঘ ঈ-কার

খ. হ্রস্ব ই-কার

গ. হ্রস্ব উ-কার

ঘ. দীর্ঘ উ-কার

৮. কোন বানানগুলো ঠিক?

ক. ভুলি, চরণ

খ. মরন, শানকী

গ. গহিণ, বনেদী

ঘ. আর্টিস্ট, অনুসরণ

৯. বাংলা শব্দে র-এর পর কী হয়?

ক. ম খ. শ

গ. ন ঘ. ণ

১০.সংস্কৃত বা তৎসম শব্দে র-এর পরে কী হয়?

ক. ল খ. শ

গ. ন ঘ. ণ

সঠিক উত্তর

বানান: ১.খ ২.ক ৩.ক ৪.খ ৫.গ ৬.খ ৭.খ ৮.ক ৯.গ ১০.ঘ

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা

পূর্ববর্তী দিনের পড়া