সপ্তম শ্রেণি - বিজ্ঞান | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

১. কোনটি অণুজীব নয়?

ক. ভাইরাস খ. ব্যাকটেরিয়া

গ. অ্যামিবা ঘ. ছত্রাক

২. ভাইরাস কোন অণুজীব রাজ্যের অন্তর্ভুক্ত?

i. অ্যাক্যারিওটা

ii. প্রোক্যারিওটা

iii. ইউক্যারিওটা

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. iii ঘ. i, ii ও iii

৩. অণুজীব জগৎকে কতটি রাজ্যে ভাগ করা হয়?

ক. ১ খ. ২

গ. ৩ ঘ. ৪

৪. ভাইরাসের দেহ কোন উপাদান দিয়ে গঠিত?

i. আমিষ আবরণ

ii. ডিএনএ

iii. আরএনএ

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. iii ঘ. i, ii ও iii

৫. নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া?

ক. স্পাইলিয়াম খ. আদিকোষ

গ. কক্কাস ঘ. ব্যাসিলাস

৬. প্রোটোজোয়া কোন রাজ্যের অন্তর্ভুক্ত?

ক. অ্যাক্যারিওটা খ. ইউক্যারিওটা

গ. প্রোক্যারিওটা ঘ. অ্যানিমেলিয়া

৭. নিচের কোন রাজ্যের অণুজীব প্রকৃত কোষী?

ক. প্রোক্যারিওটা

খ. অ্যাক্যারিওটা

গ. ইউক্যারিওটা

ঘ. প্রোক্যারিওটা ও অ্যাক্যারিওটা

৮. নিম্ন শ্রেণির জীব কোনটি?

ক. মানুষ খ. ছত্রাক

গ. প্রজাপতি ঘ. আমগাছ

৯. আদিকোষী কোনটি?

ক. ব্যাকটেরিয়া খ. লাইকেন

গ. শৈবাল ঘ. ভাইরাস

১০. ব্যাকটেরিয়াকে আদিকোষ বলা হয় কেন?

ক. নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা গঠিত হওয়ায়

খ. সুগঠিত কেন্দ্রিকা না থাকায়

গ. সাইটোপ্লাজম থাকায়

ঘ. অকোষীয় অণুজীব হওয়ায়

সঠিক উত্তর

অধ্যায় ১: ১.ঘ ২.ক ৩.গ ৪.ঘ ৫.গ ৬.খ ৭.গ ৮.খ ৯.ক ১০.খ

এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

আরও পড়ুন