সপ্তম শ্রেণি - বাংলা ১ম পত্র | শোন একটি মুজিবরের থেকে : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

শোন একটি মুজিবরের থেকে

১১. কত সালে দেশবিভাগ হয়েছিল?

ক. ১৯৪৫ সালে খ. ১৯৪৬ সালে

গ. ১৯৪৭ সালে ঘ. ১৯৪৮ সালে

১২. পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়ার পর বিভক্ত পূর্ব বাংলা কী নামে পরিচিতি পায়?

ক. পূর্ব জনপদ

খ. বাংলা জনপদ

গ. পশ্চিম পাকিস্তান

ঘ. পূর্ব পাকিস্তান

১৩. ‘শোন একটি মুজিবরের থেকে’ গানটি কত সালে লেখা?

ক. ১৯৭০ খ. ১৯৭১

গ. ১৯৭২ ঘ. ১৯৭৩

১৪. ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে কোন গানটি বারবার বাজানো হতো?

ক. আকাশ কেন ডাকে

খ. মশাল দীপ জ্বেলে

গ. শোন একটি মুজিবরের থেকে

ঘ. নিশি রাত বাঁকা চাঁদ

১৫. ‘শোন একটি মুজিবরের থেকে’ গানটির সুরকার কে ছিলেন?

ক. আপেল মাহমুদ

খ. আলতাফ মাহমুদ

গ. মোবারক হোসেন

ঘ. অংশুমান রায়

১৬. ১৯৭১ সালের ২৬ মার্চের কখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন?

ক. দুপুরে খ. দ্বিতীয় প্রহরে

গ. প্রথম প্রহরে ঘ. ভোররাতে

১৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের কত তারিখে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন?

ক. ৬ মার্চ খ. ৭ মার্চ

গ. ৮ মার্চ ঘ. ৯ মার্চ

১৮. মুক্তিযুদ্ধ কয় মাস চলেছিল?

ক. ৯ মাস খ. ১০ মাস

গ. ১১ মাস ঘ. ১২ মাস

১৯. কার আহ্বানে লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে?

ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

খ. আতাউল গণি ওসমানী

গ. সৈয়দ নজরুল ইসলাম

ঘ. তাজউদ্দীন আহমদ

২০. ‘শোন একটি মুজিবরের থেকে’ কবিতায় ‘ওঠে রণি’ বলতে কোন দেশের কথা বলা হয়েছে?

ক. ভারতবর্ষ খ. অবিভক্ত বাংলা

গ. পাকিস্তান ঘ. বাংলাদেশ

সঠিক উত্তর

শোন একটি মুজিবরের থেকে: ১১.গ ১২.ঘ ১৩.খ ১৪.গ ১৫.ঘ ১৬.গ ১৭.খ ১৮.ক ১৯.ক ২০.ঘ

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)