সপ্তম শ্রেণি - বিজ্ঞান | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

৫১. আবরণী কলার কাজ হলো —

i. আবরণ তৈরি করা

ii. পাচক রস ক্ষরণ করা

iii. স্বাদ গ্রহণ করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫২. পেশির কাজ হলো —

i. দেহকে চলাচলে সাহায্য করা

ii. দেহের ভেতরের অঙ্গগুলোকে রক্ষা করা

iii. দেহে রক্ত সঞ্চালনে সহায়তা করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৩. স্নায়ু টিস্যুর একককে কী বলে?

ক. নেফ্রন খ. নিউরন

গ. অ্যাক্সন ঘ. ডেনড্রন

৫৪. নাকের ভেতর কোন কলা বিদ্যমান?

ক. পেশি কলা খ. আবরণী কলা

গ. যোজক কলা ঘ. স্নায়ুকলা

৫৫. প্রতিটি নিউরনে কয়টি অংশ থাকে?

ক. ১ খ. ২

গ. ৩ ঘ. ৪

৫৬. অ্যাক্সন নিচের কোনটির অংশ?

ক. স্নায়ুকলা খ. পেশিকলা

গ. যোজক কলা ঘ. আবরণী কলা

চিত্রের আলোকে ৫৭ ও ৫৮ নম্বর প্রশ্নের উত্তর দাও

৫৭. চিত্রে কোষের কোন অঙ্গাণুটি দেখানো হয়েছে?

ক. সেন্ট্রিওল খ. প্লাস্টিড

গ. গলজি বস্তু ঘ. নিউক্লিয়াস

৫৮. চিত্রের অঙ্গাণুটি —

i. সাইটোপ্লাজমে পর্দাবেষ্টিত সবচেয়ে ঘন বস্তু

ii. ইন্টারফেজ দশায় প্রকৃত ভৌত গঠন দেখায়

iii. হরমোন ক্ষরণ করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৯. নিউক্লিয়াসের ভেতরে, গোলাকার ও অপেক্ষাকৃত ঘন বস্তুটির নাম কী?

ক. নিউক্লিওলাস খ. ক্রোমোজোম

গ. সাইটোপ্লাজম ঘ. লাইসোজোম

৬০. ক্লোরোপ্লাস্ট রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়?

ক. ক্রোমোপ্লাস্টে খ. লিউকোপ্লাস্টে

গ. লিউকোফিলে ঘ. ক্লোরোফিলে

সঠিক উত্তর

অধ্যায় ২: ৫১.ক ৫২.ঘ ৫৩.খ ৫৪.গ ৫৫.গ ৫৬.ক ৫৭.ঘ ৫৮.ক ৫৯.ক ৬০.খ

এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)