হিসাববিজ্ঞান ২য় পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৪

২৭. কোম্পানি গঠনের ধাপ হলো—

i. উৎপাদন

ii. দলিলপত্রাদি তৈরি ও নিবন্ধীকরণ

iii. কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৮. শেয়ারের স্থিরীকৃত মূল্যকে বলা হয়—

i. অভিহিত মূল্য

ii. লিখিত মূল্য

iii. নামিক মূল্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i. ও iii

গ. ii. ও iii ঘ. i, ii ও iii

২৯. অগ্রাধিকার শেয়ারের বৈশিষ্ট্য হলো—

i. শেয়ারহোল্ডারদের ভোটাধিকার ভোগ

ii. শেয়ারহোল্ডারদের নির্দিষ্ট হারে লভ্যাংশ ভোগ

iii. শেয়ারহোল্ডারদের শেয়ার মূল্য ফেরত প্রাপ্তিতে অগ্রাধিকার ভোগ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i. ও iii

গ. ii. ও iii ঘ. i, ii ও iii

৩০. বোনাস শেয়ার ইস্যু করলে কোম্পানির—

i. শেয়ারের সংখ্যা বেড়ে যায়

ii. নগদ তহবিল বেড়ে যায়

iii. সঞ্চিতি তহবিল কমে যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i. ও iii

গ. ii. ও iii ঘ. i, ii ও iii

৩১. অসমন্বিত ব্যয় হলো—

i. বিলম্বিত বিজ্ঞাপন

ii. শেয়ার বাট্টা

iii. নিট ক্ষতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i. ও iii

গ. ii. ও iii ঘ. i, ii ও iii

৩২. অবহারে বা বাট্টায় শেয়ার ইস্যু করা হলে—

i. মূলধনী আয় হ্রাস পায়

ii. মুনাফা জাতীয় প্রাপ্তি হ্রাস পায়

iii. শেয়ার মালিকানা স্বত্ব হ্রাস পায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i. ও iii

গ. ii. ও iii ঘ. i, ii ও iii

৩৩. অধিহারে শেয়ার ইস্যু করার ফলে—

i. মূলধনী আয় বাড়বে

ii. মুনাফাজাতীয় আয় বাড়বে

iii. মালিকানা স্বত্ব বাড়বে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i. ও iii

গ. ii. ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৪: ২৭. গ ২৮. ঘ ২৯. গ ৩০. খ ৩১. ঘ ৩২. খ ৩৩. গ


মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা