অধ্যায় ৩
৭১. অশ্বক্ষুরাকৃতির হ্রদ সৃষ্টির কারণ—
i. নদীর অতিমাত্রায় বাঁক
ii. নদীর বোঝা বহনের ক্ষমতা বৃদ্ধি
iii. নদীর নিম্নগতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭২. বাংলাদেশ ও মিয়ানমারের সীমানা নির্ধারণকারী নাফ নদের দৈর্ঘ্য কত কিমি?
ক. ৪৬ কিমি খ. ৪৭ কিমি
গ. ৫৬ কিমি ঘ. ৫৭ কিমি
৭৩. হাওয়াই দ্বীপের উৎপত্তি হয় কীভাবে?
ক. ভূমিকম্পের কারণে খ. অগ্ন্যুৎপাতের ফলে
গ. প্লেটের সঞ্চালনে ঘ. সমুদ্রতলের উত্থানে
নিচের উদ্দীপকটি পড়ে ৭৪ ও ৭৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
৭৪. উদ্দীপকে ‘A’ চিহ্নিত অঞ্চলটির নাম কী?
ক. প্লাবন সমভূমি
খ. পাদদেশীয় পলল সমভূমি
গ. বদ্বীপ
ঘ. হিমবাহ সমভূমি
৭৫. উদ্দীপকের ‘B’ চিহ্নিত অঞ্চলটি কী?
ক. কর্দম ছিপি
খ. পশ্চাৎ জলাভূমি
গ. অশ্বক্ষুরাকৃতি হ্রদ
ঘ. বালুচর
৭৬. কোন অঞ্চলে সর্বাধিক যান্ত্রিক বিচূর্ণীভবন সংঘটিত হয়?
ক. মালভূমিতে খ. মরু অঞ্চলে
গ. সমভূমিতে ঘ. নিরক্ষীয় অঞ্চলে
৭৭. ভূ-অভ্যন্তরের যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে কী বলে?
ক. কেন্দ্র খ. উপকেন্দ্র
গ. সমকেন্দ্র ঘ. পরিকেন্দ্র
৭৮. সাঙ্গু নদী বাংলাদেশের কোন ভূপ্রাকৃতিক অঞ্চলের অন্তর্গত?
ক. উপকূলীয় ভূমি খ. বরেন্দ্র ভূমি
গ. প্লাবন ভূমি ঘ. পাহাড়ি ভূমি
৭৯. কোনটি লোকালয়ে আকস্মিক বন্যার সৃষ্টি করে?
ক. সুনামি খ. জলোচ্ছ্বাস
গ. সিডর ঘ. সাইক্লোন
৮০. ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে—
i. অভ্যন্তরীণ চাপ
ii. অভ্যন্তরীণ তাপ
iii. পার্শ্ববর্তী অঞ্চলের চাপ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৩: ৭১.খ ৭২.গ ৭৩.খ ৭৪.ক ৭৫.গ ৭৬.খ ৭৭.ক ৭৮.ঘ ৭৯.ক ৮০.গ
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা