অধ্যায় ৫
৫১. কোন ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক নয়?
ক. কোম্পানি
খ. সমবায় সমিতি
গ. প্রাইভেট লি. কোম্পানি
ঘ. অংশীদারি ব্যবসায়
৫২. কত সাল থেকে মাধ্যমিক পর্যায়ে ব্যবসায় উদ্যোগ বইটি অন্তর্ভুক্ত হয়?
ক. ১৯৯০ খ. ১৯৮৩
গ. ১৯৯৬ ঘ. ১৯৯৮
৫৩. কোনটি মেধাসম্পদের মধ্যে পড়ে না?
ক. আসবাব খ. পেটেন্ট
গ. ট্রেডমার্ক ঘ. কপিরাইট
৫৪. পেটেন্ট ধারণার উৎপত্তি হয়েছে কেন?
ক. পণ্যকে ক্ষতির হাত থেকে রক্ষার জন্য
খ. প্রকৃত উদ্ভাবককে ক্ষতির হাত থেকে রক্ষার জন্য
গ. মুনাফা বৃদ্ধির জন্য
ঘ. উদ্যোক্তা তৈরির জন্য
৫৫. বাংলাদেশে সর্বশেষ কত সালে কপিরাইট আইন সংশোধন করা হয়?
ক. ২০১১ সালে খ. ১৯৪৮ সালে
গ. ২০০৫ সালে ঘ. ২০০৪ সালে
৫৬. পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কোনটি?
ক. বাংলাদেশ ব্যাংক
খ. বিএসটিআই
গ. বিটাক
ঘ. বিসিএসআইআর
৫৭. জীবন বিমার ক্ষেত্রে প্রযোজ্য—
i. চুক্তি ii. ব্যবসায়
iii. ক্ষতিপূরণের শর্ত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৮. সারা পৃথিবীর অধিকাংশ ব্যবসা-বাণিজ্য হয় কোন পথে?
ক. সড়কপথে খ. নৌপথে
গ. রেলপথে ঘ. আকাশপথে
৫৯. বাংলাদেশে কত সালের কপিরাইট আইন প্রচলিত আছে?
ক. ২০০০ সালে খ. ২০০২ সালে
গ. ২০০৫ সালে ঘ. ২০০৪ সালে
৬০. এই মহাদেশে কত সালে কপিরাইট আইন প্রথম চালু হয়?
ক. ১৯১২ সালে খ. ১৯২০ সালে
গ. ১৯৪০ সালে ঘ. ২০০০ সালে
সঠিক উত্তর
অধ্যায় ৫: ৫১.ঘ ৫২.ঘ ৫৩.ক ৫৪.খ ৫৫.গ ৫৬.খ ৫৭.ক ৫৮.খ ৫৯.ক ৬০.ক
মো. আলতাফ হোসেন, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা