অষ্টম শ্রেণি – তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৯১-১০০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

৯১. বিপণনের অন্তর্ভুক্ত হলো—

i. তথ্য সংগ্রহ

ii. বাজার বিশ্লেষণ

iii. সরবরাহ ও প্রচার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৯২. ব্যবসায় লেনদেনে ভূমিকা রাখে—

i. ফ্যাক্স ii. ই-মেইল

iii. মুঠোফোন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৯৩. জাতীয় ওয়েব পোর্টাল কী?

ক. সরকারি তথ্যাদি প্রকাশ

খ. সরকারি তথ্যাদি গোপন রাখা

গ. সরকারি তথ্যাদি লুকানো

ঘ. সরকারি তথ্যাদি প্রচারে বাধাদান

৯৪. জাতীয় ওয়েব পোর্টালের ঠিকানা কী?

ক. www.bangla.gov.bd

খ. www.bangladesh.gov.db

গ. www.bangladesh.org.bd

ঘ. www.bangladesh.gov.bd

৯৫. ই-পর্চা কীভাবে সংগ্রহ করা যায়?

ক. ই-সেবাকেন্দ্র থেকে

খ. অফিস থেকে

গ. কম্পিউটার থেকে

ঘ. থানা থেকে

৯৬. ই-পর্চা কী ধরনের সেবা?

ক. স্বাস্থ্যসেবা

খ. চিকিৎসাসেবা

গ. একধরনের নাগরিক সেবা

ঘ. আইনসেবা

৯৭. অনলাইনে জমিজমার তথ্য সংগ্রহের পদ্ধতিকে কী বলে?

ক. ই-পর্চা খ. ই-ল্যান্ড

গ. ই-বুক ঘ. ই-কমার্স

৯৮. E-Book-এর পূর্ণনাম কী?

ক. Electronic Booking

খ. Electronic Book

গ. Electric Book

ঘ. Election Book

৯৯. সরকারিভাবে ই-বুকের ওয়েবসাইটের

নাম কী?

ক. www.ebook.gov

খ. www.ebook.bd

গ. www.ebook.gov.bd

ঘ. www.ebook.bd.gov

১০০. ইক্ষু সরবরাহের স্বয়ংক্রিয় অনুমতিপত্রকে কী বলে?

ক. পুর্জি খ. ই-বুক

গ. ই-পর্চা ঘ. ই-পুর্জি

সঠিক উত্তর

অধ্যায় ১: ৯১.ঘ ৯২.ঘ ৯৩.ক ৯৪.ঘ ৯৫.ক ৯৬.গ ৯৭.ক ৯৮.খ ৯৯.গ ১০০.ঘ

প্রকাশ কুমার দাস, মাস্টার ট্রেইনার সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা