সুখ
৪১. বস্তুত মানুষ কেমন?
ক. চরিত্রহীন খ. সামাজিক জীব
গ. সেবাপরায়ণ ঘ. আত্মকেন্দ্রিক
৪২. ‘সুখ’ কবিতায় কবির কেমন মনোভাবের পরিচয় মেলে?
ক. রাজনৈতিক মনোভাবের
খ. আধ্যাত্মিক মনোভাবের
গ. দার্শনিক মনোভাবের
ঘ. সমাজতাত্ত্বিক মনোভাবের
৪৩. ‘এ ধরা কি শুধু বিষাদময়?’—এ চরণটি দিয়ে মূলত কী প্রশ্ন করা হয়েছে?
ক. এ পৃথিবী কি শুধু দুঃখ-কষ্টে ভরা?
খ. এ পৃথিবী কি শুধু আনন্দের?
গ. এ পৃথিবী কি বিষে ভরা?
ঘ. এ পৃথিবী কি স্বাদহীন?
৪৪. ‘যাতনে জ্বলিয়া’—মানে কী?
ক. যন্ত্রণায় পুড়ে খ. যত্নে জ্বলে
গ. আগুনে পুড়ে ঘ. যত্নে জীবন কাটানো
৪৫. ‘সুখ’ কী?
ক. ভালো খাওয়া-পরা
খ. গাড়ি-বাড়ির মালিক হওয়া
গ. ক্লাসে ফার্স্ট হওয়া
ঘ. মনের প্রশান্তিময় অবস্থা
৪৬. ‘বল ছিন্ন বীণে’—এখানে ‘ছিন্ন বীণে’
অর্থ কী?
ক. তালে তালে খ. বাদ্য বাজিয়ে
গ. গলা ছেড়ে ঘ. গানের সঙ্গে
৪৭. ‘সুখ উচ্চতর’—এ কথার অর্থ কী?
ক. সুখের জন্য উঁচুতে উঠতে হবে
খ. সুখ উঁচু স্তরের লোকদের জন্য
গ. সুখের অবস্থান অনেক উঁচুতে
ঘ. সুখের অর্থ অনেক গভীর ও ব্যাপক
৪৮. আমাদের সংসারটা কেমন?
ক. বেহেশতের মতো
খ. দুঃখে ভরা
গ. সুখে ঘেরা
ঘ. যুদ্ধক্ষেত্রের মতো
৪৯. কবি কোথায় গিয়ে রণ করতে বলেছেন?
ক. সংসারজীবনে
খ. মাঠে
গ. অফিস-আদালতে
ঘ. যুদ্ধক্ষেত্রে
৫০. প্রকৃত সুখ কে লাভ করবে?
ক. সংসারসমরে যে জয়ী হবে
খ. যে অনেক ক্ষমতার অধিকারী হবে
গ. যার বাড়ি-গাড়ি থাকবে
ঘ. যে অনেক টাকা আয় করবে
সঠিক উত্তর
সুখ: ৪১.খ ৪২.গ ৪৩.ক ৪৪.ক ৪৫.ঘ ৪৬.গ ৪৭.ঘ ৪৮.ঘ ৪৯.ক ৫০.ক
আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা