হিসাববিজ্ঞান ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

৫১. নিজের কাজের জন্য অন্যের কাছে বা তৃতীয় পক্ষের কাছে দায়বদ্ধতাকে কী বলে?

ক. মূল্যবোধ খ. নৈতিকতা

গ. জবাবদিহিতা ঘ. ভাবমূর্তি

৫২. লেনদেনের উত্স কী?

ক. ক্রয় খ. বিক্রয়

গ. অর্থ ঘ. ঘটনা

৫৩. বাকিতে পণ্য ক্রয় ৫,০০০ টাকা, এ পণ্য ক্রয়ের মাধ্যমে—

ক. খরচ বৃদ্ধি পাবে এবং দায় হ্রাস পাবে

খ. খরচ বৃদ্ধি পাবে এবং দায় বৃদ্ধি পাবে

গ. খরচ হ্রাস পাবে এবং দায় হ্রাস পাবে

ঘ. ব্যয় বৃদ্ধি পাবে এবং আয় হ্রাস পাবে

৫৪. প্রতিটি লেনদেনে কয়টি হিসাব খাত থাকে?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫ বা ততধিক

৫৫. বাকিতে পণ্য বিক্রয় হিসাব সমীকরণে কী প্রভাব ফেলবে?

ক. সম্পদ ও মালিকানাস্বত্ব বৃদ্ধি

খ. দায় ও মালিকানাস্বত্ব বৃদ্ধি

গ. সম্পদ ও মালিকানাস্বত্ব হ্রাস

ঘ. দায় ও মালিকানাস্বত্ব হ্রাস

৫৬. হিসাববিজ্ঞানের সাম্প্রতিক সংযোজন কোনটি?

ক. মানবসম্পদ হিসাববিজ্ঞান

খ. উত্পাদন ব্যয় হিসাববিজ্ঞান

গ. মুদ্রাস্ফীতি হিসাববিজ্ঞান

ঘ. আর্থিক হিসাববিজ্ঞান

৫৭. হিসাববিজ্ঞানের উত্পত্তি ও ক্রমবিকাশের প্রাক্​বিশ্লেষণ কাল কোনটি?

ক. শুরু থেকে ১৪৯৪ সাল

খ. ১৪৯৫-১৭৯৯ সাল

গ. ১৮০০-১৯৫০ সাল

ঘ. ১৯৫১ সাল থেকে বর্তমান পর্যন্ত

৫৮. হিসাব সমীকরণ হিসাববিজ্ঞানের কোন ধারণার ওপর প্রতিষ্ঠিত?

ক. সত্তা ধারণা খ. মিলকরণ ধারণা

গ. হিসাবকাল ধারণা ঘ. চলমান ধারণা

৫৯. বিভিন্ন শ্রেণির হিসাবের ডেবিট-ক্রেডিট নির্ণয়ের ‘স্বর্ণসূত্র’ বলা হয় কোন পদ্ধতিকে?

ক. উদ্বৃত্ত পদ্ধতিকে খ. আধুনিক পদ্ধতিকে

গ. সমীকরণ পদ্ধতিকে ঘ. সনাতন পদ্ধতিকে

৬০. অনুপার্জিত আয়ের সঙ্গে আয়ের সম্পর্ক কেমন?

ক. অসীম খ. সসীম

গ. বিপরীতমুখী ঘ. সমমুখী

সঠিক উত্তর

অধ্যায় ১: ৫১.গ ৫২.ঘ ৫৩.খ ৫৪.ক ৫৫.ক ৫৬.ক ৫৭.খ ৫৮.ক ৫৯.ঘ ৬০.গ

মো. আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা