ইসলাম ও নৈতিক শিক্ষা - এসএসসি ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

প্রিয় এসএসসি পরীক্ষার্থী, আগামী ২৭ ফেব্রুয়ারির ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষার প্রস্তুতি হিসেবে আজ ৪র্থ ও ৫ম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর দেওয়া হলো।

অধ্যায় ৪

১. আখলাকে হামিদাহ শব্দের অর্থ কী?

ক. অনুসরণীয় খ. নিন্দনীয়

গ. প্রশংসনীয় চরিত্র ঘ. মার্জিত

২. মানবজীবনে সর্বশ্রেষ্ঠ সম্পদ কী?

ক. তাকওয়া খ. ইহসান

গ. আখলাক ঘ. আদল

৩.‘নিশ্চয়ই আপনি মহানবি (সা.) সুমহান চরিত্রের ধারক।’ আয়াতটি কোন সুরা থেকে নেওয়া হয়েছে?

ক. আত-তাওবা খ. আল-কালাম

গ. আল-বুরুজ ঘ. আল–কদর

৪. তাকওয়া শব্দের অর্থ কী?

ক. বিরত থাকা খ. মনোযোগ দেওয়া

গ. নীরব থাকা ঘ. আত্মনিয়োগ করা

৫. আল্লাহ তায়ালার কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি কে?

ক. সচ্চরিত্রবান খ. সত্যবাদী

গ. আমানত রক্ষাকারী ঘ. মুত্তাকি

৬. আল্লাহ তায়ালার নিকট অধিক সম্মানিত হওয়ার জন্য করণীয় কী?

ক. সত্যবাদিতা রক্ষা

খ. আমানত রক্ষা

গ. আল্লাহ তায়ালার জিকির করা

ঘ. তাকওয়া অবলম্বন করা

৭. ইসলামে নৈতিকতার মূল ভিত্তি কী?

ক. আখলাক খ. সত্যবাদিতা

গ. আদল ঘ. তাকওয়া

৮. যে ব্যক্তি ওয়াদা পালন করে না, তার কী নেই?

ক. দ্বীন খ. ইমান

গ. চরিত্র ঘ. আমানত

৯. সুরা আত-তাওবায় আল্লাহ তায়ালা কাদের সঙ্গী হতে বলেছেন?

ক. সত্যবাদীদের খ. মুমিনদের

গ. মুত্তাকিদের ঘ. সচ্চরিত্রবানদের

১০. সত্যবাদিতা মুক্তি দেয়, আর মিথ্যা কী ডেকে আনে?

ক. শান্তি খ. ধ্বংস

গ. ক্ষতি ঘ. অমঙ্গল

১১. উত্তম চরিত্রের অধিকারী হতে সাহায্য করে কোনটি?

ক. পরোপকারিতা খ. শালীনতা

গ. ধৈর্যশীলতা ঘ. সত্যবাদিতা

২২. ‘মায়ের পদতলে সন্তানের বেহেশত।’ এ হাদিস থেকে বোঝা যায়, জান্নাত পাওয়া যাবে কীভাবে?

ক. মায়ের পায়ের নিচে খ. মায়ের সেবার মাধ্যমে

গ. মায়ের পা জড়িয়ে ঘ. মায়ের অনুমতিক্রমে

২৩. কোরআন মাজিদে ‘নারীগণ তোমাদের ভূষণ আর তোমরা তাদের ভূষণ’—এর দ্বারা কী বোঝানো হয়েছে?

ক. বৈষম্য খ. সমতা

গ. পুরুষের শ্রেষ্ঠত্ব ঘ. নারীর শ্রেষ্ঠত্ব

২৪. দেশপ্রেম ও দেশের সেবা করা কী?

ক. মুস্তাহাব খ. সুন্নত

গ. ইবাদতস্বরূপ ঘ. ইবাদতের মূল

২৫. ‘তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। আর তোমাদের প্রত্যেকেই তার দায়িত্ব পালনের ব্যাপারে জিজ্ঞাসিত হবে।’ বাণীটি দিয়ে কী বোঝানো হয়েছে?

ক. আমানত খ. রিসালাত

গ. পরিচ্ছন্নতা ঘ. সচ্চরিত্র

২৬. ব্যক্তিজীবনে সফলতা লাভের প্রধানতম হাতিয়ার কী?

ক. সত্যবাদিতা খ. কর্তব্যপরায়ণতা

গ. পরিচ্ছন্নতা ঘ. সচ্চরিত্র

২৭. ‘পবিত্রতা ইমানের অঙ্গ’—এটি কার বাণী?

ক. আল্লাহ তায়ালার

খ. রাসুল (সা.)-এর

গ. হজরত ইব্রাহিম (আ.)-এর

ঘ. হজরত জিবরাইল (আ.)-এর

২৮. সম্পূর্ণরূপে পবিত্র হতে কী ব্যবহার করতে হয়?

ক. ঢিলা-কুলুখ খ. টিস্যু

গ. পাথর ঘ. পানি

২৯. বেশির ভাগ কবর আজাবের কারণ কী?

ক. শরীরের ময়লা ও দুর্গন্ধ

খ. প্রস্রাবের পর উত্তমরূপে পরিচ্ছন্ন না হওয়া

গ. সালাতের আগে ঠিকমতো মিসওয়াক না করা

ঘ. নখ, চুল ও দাঁত ঠিকমতো পরিষ্কার-পরিচ্ছন্ন না করা

৩০. কোন গুণটি আখলাকে হামিদার অন্তর্ভুক্ত?

ক. অহংকার খ. মিতব্যয়িতা

গ. অপব্যয় ঘ. কর্মবিমুখতা

৩১. কোন কাজ দ্বারা মিথ্যা বলা ও বিশ্বাস ভঙ্গ করার পাপ হয়?

ক. গিবতে খ. প্রতারণায়

গ. হিংসায় ঘ. ফিতনা-ফ্যাসাদে

৩২. প্রতারণা করার দ্বারা দুটি পাপ হয়, একটি হচ্ছে মিথ্যা বলা এবং অপরটি কী?

ক. বিশ্বাস ভঙ্গ করা

খ. চুরি করা

গ. কথা গোপন করা

ঘ. ওজনে কম দেওয়া

৩৩. প্রতারণা দ্বারা অর্জিত জীবিকা কী?

ক. হারাম খ. মাকরুহ

গ. হালাল ঘ. মুবাহ

৩৪. কারও অনুপস্থিতিতে দুর্নাম করাকে

কী বলে?

ক. হিংসা খ. ফিতনা-ফ্যাসাদ

গ. খিয়ানত ঘ. গিবত

৩৫. কারও মধ্যে দোষটি নেই, সেটি বানিয়ে প্রচার করা কী?

ক. সমালোচনা খ. নিন্দা

গ. পরচর্চা ঘ. অপবাদ

৩৬. ‘হাসাদ’ শব্দের অর্থ কী?

ক. পরনিন্দা খ. মিথ্যা

গ. হিংসা ঘ. অহংকার

৩৭. জাতীয় ঐক্য, সংহতি ও উন্নতির পথে অন্তরায় কোনটি?

ক. হিংসা খ. ফিতনা

গ. গিবত ঘ. কর্মবিমুখতা

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১.গ ২.গ ৩.খ ৪.ক ৫.ঘ ৬.ঘ ৭.ঘ ৮.ক ৯.ক ১০.খ ১১.ঘ

২২.খ ২৩.খ ২৪.গ ২৫.ঘ ২৬.খ ২৭.খ ২৮.ঘ ২৯.খ ৩০.খ ৩১.খ ৩২.ক ৩৩.ক ৩৪.ঘ ৩৫.ঘ ৩৬.গ ৩৭.ক

অধ্যায় ৫

১. সবার কাছে গ্রহণীয় চারিত্রিক বৈশিষ্ট্য কোনটি?

ক. বদান্যতা খ. অসহনশীলতা

গ. দলাদলি ঘ. আড়ম্বরতা

২. ইসলামে ‘আইয়ামে জাহেলিয়া’ বলতে কী বোঝায়?

ক. কুসংস্কার ও মূর্তিপূজার যুগকে

খ. মহানবি (সা.)-এর আবির্ভাবের পূর্ব যুগকে

গ. প্রত্যেক নবির আগমনের যুগকে

ঘ. প্রতিটি মানবতাহীন বর্বর যুগকে

৩. আরবদের সংস্কৃতি চর্চার মাধ্যম ছিল কোনটি?

ক. গীতিকবিতা খ. নাটক

গ. নাচ ঘ. গান

৪. জাহেলিয়া যুগের ঘোর অন্ধকারের মধ্যেও আরবদের কোন দিকটি প্রশংসার দাবি রাখে?

ক. সামাজিক ব্যবস্থা

খ. অর্থনৈতিক অবস্থা

গ. সংস্কৃতি চর্চা

ঘ. ধর্মীয় অবস্থা

৫. ‘আস-সাবউল মুআল্লাকাত’ অর্থ কী?

ক. সাতটি ঝুলন্ত গীতিকবিতা খ. মুখরোচক কাহিনি

গ. প্রবাদ-প্রবচন ঘ. আরবদের জীবনালেখ্য

৬. মহানবি মুহাম্মদ (সা.) ব্যবসার উদ্দেশ্যে কোথায় গিয়েছিলেন?

ক. লেবানন খ. সিরিয়া

গ. মদিনা ঘ. তায়েফ

৭. ‘হাজরে আসওয়াদ’ স্থাপনের ঝগড়া কে মীমাংসা করেন?

ক. হজরত ইব্রাহিম (আ.) খ. আবু জাহেল

গ. হজরত মুহাম্মদ (সা.) ঘ. আবু সুফিয়ান

৮. মহানবি (সা.) কীভাবে প্রচুর সম্পদের মালিক হন?

ক. অলৌকিকভাবে

খ. ব্যবসা করে

গ. খাদিজার আন্তরিকতা ও সৌজন্যে

ঘ. উত্তরাধিকার সূত্রে

৯. মহানবি (সা.)-এর কাছে প্রথম ওহি আসে কবে?

ক. ৬১০ খ্রিষ্টাব্দে খ. ৬১৫ খ্রিষ্টাব্দে

গ. ৬২০ খ্রিষ্টাব্দে ঘ. ৬৩০ খ্রিষ্টাব্দে

১০. রাসুল (সা.) কত খ্রিষ্টাব্দে মদিনায় হিজরত করেছিলেন?

ক. ৬২২ খ্রিষ্টাব্দে খ. ৬২৩ খ্রিষ্টাব্দে

গ. ৬৩২ খ্রিষ্টাব্দে ঘ. ৬৩৩ খ্রিষ্টাব্দে

১১. আনসার শব্দের অর্থ কী?

ক. সাহায্যকারী খ. ভ্রমণকারী

গ. হিজরতকারী ঘ. ইবাদতকারী

১২. ‘দারুল আরকাম’ কী?

ক. একটি শিক্ষাপ্রতিষ্ঠান

খ. প্রার্থনা গৃহ

গ. একটি হানাফি বিদ্যালয়

ঘ. মানচিত্রের নির্দেশনা

১৩. ‘আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, যাও তোমরা মুক্ত ও স্বাধীন।’—কথাটি মহানবি (সা.) কখন বলেছিলেন?

ক. বিদায় হজের ভাষণে

খ. মক্কা বিজয়ের পর

গ. বদরের যুদ্ধে

ঘ. খন্দকের যুদ্ধে

১৪. কোনটির পাশে ‘জাবালে রহমত’ অবস্থিত?

ক. মক্কা শরিফ

খ. মদিনা শরিফ

গ. বদর প্রান্তর

ঘ. আরাফাতের ময়দান

১৫. কোন সাহাবি তাঁর সমুদয় সম্পত্তি আল্লাহ তায়ালার রাস্তায় দান করেছলেন?

ক. যায়দ বিন সাবিত (রা.)

খ. হজরত উসমান (রা.)

গ. হজরত আলী (রা.)

ঘ. হজরত আবু বকর (রা.)

১৬. মুসাইলামাতুল কাজ্জাব কে?

ক. একজন মুশরিক

খ. একজন ভণ্ডনবি

গ. একজন ব্যবসায়ী

ঘ. একজন যোদ্ধা

১৭. হজরত আবু বকর (রা.) কিসের ব্যবসা করতেন?

ক. সোনার খ. খেজুরের

গ. কাগজের ঘ. কাপড়ের

১৮. হজরত আবু বকর (রা.)-কে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছিল কেন?

ক. হিজরতের সঙ্গী হওয়ায়

খ. মিরাজের ঘটনা বিশ্বাস করায়

গ. সততার কারণে

ঘ. ইসলাম গ্রহণ করায়

১৯. হজরত আবু বকর (রা.)–কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?

ক. চূড়ান্তভাবে কোরআন সংকলন করায়

খ. আইনের শাসন প্রতিষ্ঠা করায়

গ. চরম বিশৃঙ্খলা থেকে খিলাফত রক্ষা করায়

ঘ. যুদ্ধক্ষেত্রে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায়

২০. কোন খলিফা কৃষিকাজের উন্নয়নে খাল খনন করেন?

ক. হজরত আবু বকর (রা.) খ. হজরত উসমান (রা.)

গ. হজরত আলী (রা.) ঘ. হজরত উমর (রা.)

২১.একই পাঠ রীতি প্রচলনে আল–কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?

ক. হজরত আবু বকর (রা.)

খ. হজরত উমর (রা.)

গ. হজরত উসমান (রা.)

ঘ. হজরত আলী (রা)

২২. হজরত উসমান (রা.) কর্তৃক কুরআনের পুনঃসংকলনের কারণ কী ছিল?

ক. আধুনিকীকরণ খ. একই পঠনরীতির প্রচলন

গ. হরকত সংযোজন ঘ. ব্যক্তিগত ইচ্ছার প্রতিফলন

২৩. কাকে ‘আসাদুল্লাহ’ উপাধি প্রদান করা হয়?

ক. হজরত আবু বকর (রা.)

খ. হজরত উমর (রা.)

গ. হজরত উসমান (রা.)

ঘ. হজরত আলী (রা)

২৪. হজরত আলী (রা) ‘আসাদুল্লাহ’ উপাধি পেয়েছিলেন কিসের জন্য?

ক. অসীম সাহসিকতা

খ. হুদায়বিয়ার সন্ধি লেখা

গ. কামুস দুর্গ জয়ের জন্য

ঘ. জ্ঞান সাধনা

২৫. মহানবি (সা.) মক্কায় যে শিক্ষাপ্রতিষ্ঠানটি গড়ে তোলেন, তার নাম কী?

ক. দারুস সালাম খ. দারুল আরকাম

গ. দারুল আমান ঘ. বাইতুল্লাহ শরিফ

২৬. খলিফা মামুন শিক্ষার জন্য যে প্রতিষ্ঠান গড়ে তোলেন, তার নাম কী?

ক. বায়তুন নাজাত খ. বায়তুল আমান

গ. বায়তুল হিকমাহ ঘ. বায়তুল ফালাহ

২৭. ইমাম আযম বা বড় ইমাম বলা হয় কাকে?

ক. ইমাম আবু হানিফা (র.)

খ. ইমাম গাযালি (র.)

গ. ইমাম ইসমাইল বুখারি (র.)

ঘ. ইমাম জাবির আত-তাবারি (র.)

২৮. খলিফা আল মানসুর কাকে প্রধান বিচারপতির পদ প্রস্তাব করেন?

ক. ইমাম গাযালি (র.)

খ. ইমাম শাফেয়ি (র.)

গ. ইমাম বুখারি (র.)

ঘ. ইমাম আবু হানিফা (র.)

২৯. ‘হুজ্জাতুল ইসলাম’ নামে প্রসিদ্ধ ছিলেন কোন মনীষী?

ক. ইমাম গাযালি (র.)

খ. ইবনে জারির তাবারি (র.)

গ. ইবনে তাইমিয়াহ (র.)

ঘ. খাজা মঈনুদ্দীন চিশতী (র.)

৩০. ধর্ম ও নৈতিকতার সঙ্গে কে সুফিবাদের ওপর গুরুত্ব দেন?

ক. ইমাম তাবারি খ. ইমাম গাযালি

গ. ইমাম তিরমিযি ঘ. ইমাম নাসায়ি

৩১. ‘আল জুদাইরি ওয়াল হাসবাহ’ গ্রন্থটি কী বিষয়ক?

ক. বসন্ত ও হাম খ. জ্বর

গ. বর্ষপঞ্জি ঘ. বিজ্ঞান

৩২. ‘আল-উসতাদ’ হিসেবে খ্যাত কে?

ক. আল-বিরুনি

খ. আল-খারিজমি

গ. আবদুল্লাহ আল-বাতানি

ঘ. আলি তাবারি

৩৩. কোন গ্রন্থটিকে চিকিত্সাশাস্ত্রের বাইবেল বলা হয়?

ক. মুজামুল বুলদান

খ. কিতাবুল মানাযির

গ. আল-কানুন ফিত-তিব্ব

ঘ. কিতাবুল জিবার ওয়াল মুকাবালা

৩৪. ‘কুল্লিয়াত’ গ্রন্থের রচয়িতা কে?

ক. ইবনে খালদুন

খ. ইবনে রুশদ

গ. ইবনে সিনা

ঘ. নাসির উদ্দিন তুসি

৩৫. রসায়নশাস্ত্রের জনক কে?

ক. আল–বিরুনি

খ. ইবনে সিনা

গ. জাবির ইবনে হাইয়ান

ঘ. হাসান ইবনে হায়সাম

৩৬. কোন মনীষী সর্বপ্রথম প্লেটো ও অ্যারিস্টটলের মতবাদ সমন্বয় করার চেষ্টা করেন?

ক. ইবন রুশদ খ. জুননুন মিসরি

গ. আল-কিন্দি ঘ. আল-বিরুনি

৩৭. নিউপ্লেটোনিজমের উদ্ভাবক কে ছিলেন?

ক. আল কিন্দি

খ. জুননুন মিসরি

গ. আল কাসি

গ. জাবির ইবনে হাইয়ান

৩৮. Theology of Aristotle কী বিষয়ক গ্রন্থ?

ক. ধর্মতত্ত্ব খ. দর্শন

গ. জ্যোতির্বিদ্যা ঘ. রাষ্ট্রবিজ্ঞান

৩৯. ‘মুজামুল বুলদান’ গ্রন্থখানা কার লেখা?

ক. আল মাসুদি

খ. ইয়াকুত ইবনে আবদুল্লাহ

গ. জাবির ইবনে হাইয়ান

ঘ. হাসান ইবনে হায়সাম

৪০. কামুস দুর্গ কোথায় অবস্থিত?

ক. মদিনায় খ. ইরাকে

গ. খাইবারে ঘ. সিরিয়ায়

৪১. ‘হিসাব আল জাবর ওয়াল মুকাবালা’ কোন বিষয়ের গ্রন্থ?

ক. ভূগোল খ. চিকিত্সা

গ. গণিত ঘ. রসায়ন

৪২. আল মুকাদ্দিমা নামক গ্রন্থের রচয়িতা কে?

ক. উমর খৈয়াম খ. আত-তাবারি

গ. আল মাসুদি ঘ. ইবনে খালদুন

৪৩. ‘কিতাবুল মানাযির’ গ্রন্থের প্রণেতা কে?

ক. ইয়াকুত ইবনে আবদুল্লাহ

খ. জাবির ইবনে হাইয়ান

গ. মুসা আল-খাওয়ারেযমি

ঘ. হাসান ইবনে হায়সাম

৪৪. মাধ্যাকর্ষণ শক্তির প্রথম ধারণা দিয়েছিলেন কে?

ক. আল–বিরুনি

খ. হাসান ইবনে হাইসাম

গ. আলি তাবারি

ঘ. স্যার আইজ্যাক নিউটন

৪৫. মসজিদে নববি কখন জ্ঞান–বিজ্ঞান চর্চার প্রাণকেন্দ্রে পরিণত হয়েছিল?

ক. হিজরতের পর

খ. বদরের যুদ্ধের পর

গ. মক্কা বিজয়ের পর

ঘ. হুদায়বিয়ার সন্ধির পর

সঠিক উত্তর

অধ্যায় ৫: ১.ক ২.খ ৩.ক ৪.গ ৫.ক ৬.খ ৭.গ ৮.গ ৯.ক ১০.ক ১১.ক ১২.ক ১৩.খ ১৪.ঘ ১৫. ঘ ১৬.খ ১৭.ঘ ১৮.খ ১৯.গ ২০.ঘ ২১.গ ২২.খ ২৩.ঘ ২৪.গ ২৫.খ ২৬.গ ২৭.ক ২৮.ঘ ২৯.ক ৩০.খ ৩১.ক ৩২.ক ৩৩.গ ৩৪.খ ৩৫.গ ৩৬.গ ৩৭.ক ৩৮.ক ৩৯.খ ৪০.গ ৪১.গ ৪২.ঘ ৪৩. ঘ ৪৪.খ ৪৫.গ

নূরে আলম ফেরদৌস, উপাধ্যক্ষ, বিএএফ শাহীন কলেজ, ঢাকা