এসএসসি ২০২৩ - হিসাববিজ্ঞান | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ২
২১. ধারে ক্রয় ও বিক্রয়ের প্রামাণ্য দলিল কোনটি?
ক. চালান
খ. ভাউচার
গ. ক্যাশবই
ঘ. ক্রেডিট নোট
২২. চালানে দেখানো হয় কোন বাট্টা?
ক. নগদ খ. প্রদত্ত
গ. প্রাপ্ত ঘ. কারবারি
২৩. বিক্রেতার নিকট চালান যে নামে অভিহিত—
ক. বহিঃচালান খ. আন্তঃচালান
গ. ডেবিট নোট ঘ. ক্রেডিট নোট
২৪. ভাউচার কী?
ক. লেনদেনের প্রমাণপত্র
খ. হিসাবের বই
গ. ক্রেতার বিবরণ
ঘ. বিক্রেতার বিবরণ
২৫. ক্যাশ মেমোর মূল কপি কাকে দেওয়া হয়?
ক. ক্রেতাকে খ. বিক্রেতাকে
গ. বাহককে ঘ. দেনাদারকে
২৬. লেনদেনে যে প্রমাণপত্র ব্যবহৃত হয় তাকে কী বলে?
ক. চালান খ. ভাউচার
গ. প্রামাণ্য দলিল ঘ. দস্তাবেজ
২৭. ভাউচারে কয়টি স্বাক্ষরের প্রয়োজন হয়?
ক. ১টি খ. ২টি
গ. ৩টি ঘ. ৪টি
২৮. ভাউচার অনুমোদন করেন কে?
ক. ক্যাশিয়ার খ. হিসাবরক্ষক
গ. ব্যবস্থাপক ঘ. বিক্রেতা
২৯. নগদে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কোনটি ব্যবহার করা হয়?
ক. ক্রেডিট নোট
খ. ডেবিট ভাউচার
গ. ক্যাশমেমো
ঘ. ডেবিট নোট
৩০. ক্যাশমেমো কয়টি প্রস্থে তৈরি করা হয়?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
সঠিক উত্তর
অধ্যায় ২: ২১.ক ২২.ঘ ২৩.ক ২৪.ক ২৫.ক ২৬.খ ২৭.ঘ ২৮.গ ২৯.গ ৩০.খ
মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা