এইচএসসি ২০২২ - রসায়ন ২য় পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১৬-৩০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ১
১৬. কোনটির প্রভাবে হাড় ভঙ্গুর হয়?
ক. Cb খ. Pb
গ. Cr ঘ. As
১৭. সবচেয়ে দুর্বল অ্যাসিড কোনটি?
ক. HCl খ. H₂SO₄
গ. H₃PO₄ ঘ. HNO₄
১৮. অম্ল নীল লিটমাসকে কী করে?
ক. লাল খ. সবুজ
গ. নীল ঘ. সাদা
১৯. ক্ষারক লাল লিটমাসকে কী করে?
ক. লাল খ. সবুজ
গ. নীল ঘ. কালো
২০. বৈশ্বিক উষ্ণতা হ্রাস করতে—
i. কার্বন নিঃসরণ কমাতে হবে
ii. বেশি বেশি বনায়ন করতে হবে
iii. পেট্রলিয়াম জ্বালানির ব্যবহার বাড়াতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১. তাপমাত্রা স্থির থাকে—
i. বয়েলের সূত্রে
ii. চার্লসের সূত্রে
iii. অ্যাভোগেড্রোর সূত্রে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২. স্বাভাবিক বৃষ্টির পানিতে কী থাকে?
ক. অ্যাসিড খ. কার্বনিক অ্যাসিড
গ. ক্লোরিন ঘ. সোডা
২৩. তাপমাত্রার সঙ্গে আয়তন পরিবর্তনশীল হয় কোনটিতে?
ক. চার্লসের সূত্রে
খ. বয়েলের সূত্র
গ. অ্যাভোগ্রেড্রোর সূত্র
ঘ. গ্রাহামের সূত্র
২৪. যে সকল পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু বাকি সংখ্যা ভিন্ন ভিন্ন হয় তাদের কী বলে?
ক. আইসোটোন খ. আইসোবার
গ. আইসোটোপ ঘ. আইসোমার
২৫. কোন গ্যাসে আন্তঃআণবিক আকর্ষণ বল নেই?
ক. হিলিয়াম খ. নিয়ন
গ. আদর্শ গ্যাস ঘ. অক্সিজেন
২৬. কোন তাপমাত্রায় একটি অণুর গতিশক্তি শূন্য হবে?
ক. 0°C খ. 0K
গ. 273°C ঘ. 273K
২৭. আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ প্রতিষ্ঠা করেন কে?
ক. ক্লসিয়াস খ. ম্যাক্সওয়েল
গ. অ্যাভেগেড্রো ঘ. জন ডাল্টন
২৮. আদর্শ গ্যাসের জন্য সংকোচনশীলতা গুণকের মান কত?
ক. 0 খ. 1
গ. 2 ঘ. 3
২৯. বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে?
ক. 0°C খ. উচ্চচাপে
গ. নিম্নতাপে ঘ. উচ্চ তাপমাত্রায়
৩০. ভ্যানডার ওয়ালস ধ্রুবক ‘a’–এর সঙ্গে কোনটি সম্পর্কযুক্ত?
ক. আন্তঃআণবিক আকর্ষণ
খ. আন্তঃআণবিক বিকর্ষণ
গ. অনুসমূহের প্রকৃত আয়তন
ঘ. কোনোটিই নয়
সঠিক উত্তর
অধ্যায় ১: ১৬.ক ১৭.গ ১৮.ক ১৯.গ ২০.ক ২১.খ ২২.খ ২৩.ক ২৪.খ ২৫.গ ২৬.খ ২৭.ক ২৮.খ ২৯.ঘ ৩০.ক
এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা