২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

চাহিদা ও উপযোগ সংক্রান্ত প্রশ্নোত্তর - অর্থনীতি ২য় পত্র, অধ্যায় ২ | এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

১. কোনো দ্রব্য ভোগের মাধ্যমে যে তৃপ্তি পাওয়া যায় তাকে কী বলে?

ক. চাহিদা খ. জোগান

গ. উৎপাদন ঘ. উপযোগ

২. উপযোগ পরিমাপের পদ্ধতি কয়টি?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

৩. ‘সংখ্যাগত উপযোগের’ প্রবক্তা কে?

ক. জন মেনার্ড কেইন্স

খ. আলফ্রেড মার্শাল

গ. অ্যাডাম স্মিথ

ঘ. আরভিং ফিশার

৪. ‘প্রা​ন্তিক উপযোগ’ কখন ঋণাত্মক হয়?

ক. মোট উপযোগ যখন স্থির থাকে

খ. মোট উপযোগ যখন শূন্য হয়

গ. মোট উপযোগ যখন হ্রাস পায়

ঘ. মোট উপযোগ যখন বৃদ্ধি পায়

৫. সংখ্যাগত উপযোগকে পরিমাপ করা হয় কীভাবে?

ক. ইউনিট দ্বারা

খ. ইউটিল দ্বারা

গ. লিটার দ্বারা

ঘ. ডজন দ্বারা

৬. প্রা​ন্তিক উপযোগের সমষ্টিকে কী বলা হয়?

ক. গড় উপযোগ

খ. মোট উপযোগ

গ. পর্যাগত উপযোগ

ঘ. পরিমাণগত উপযোগ

৭. দামের সাথে চাহিদার সম্পর্ক কীরূপ?

ক. সমমুখী খ. ঊর্ধ্বমুখী

গ. বিপরীতমুখী ঘ. পরিপূরক

৮. ‘চাহিদা রেখা’ কেমন হয়ে থাকে?

ক. ভূমি অক্ষের সমান্তরাল

খ. লম্ব অক্ষের সমান্তরাল

গ. ডান দিকে ঊর্ধ্বগামী

ঘ. ডান দিকে নিম্নগামী

৯. একই চাহিদা রেখার এক বিন্দু থেকে অন্য বিন্দুতে কী নির্দেশ করে?

ক. চাহিদার সংকোচন-প্রসারণ

খ. চাহিদার হ্রাস-বৃদ্ধি

গ. দ্রব্যের দাম ও পরিমাণ

ঘ. উৎপাদন ও চাহিদা

১০. দেশের জনসংখ্যা বৃদ্ধি পেলে চাহিদা রেখার কীরূপ পরিবর্তন ঘটে?

ক. বাঁ দিকে স্থানান্তরিত হয়

খ. ডান দিকে স্থানান্তরিত হয়

গ. ঊর্ধ্বগামী হয়

ঘ. কোনো পরিবর্তন হয় না

সঠিক উত্তর

অধ্যায় ২: ১.ঘ ২.ক ৩.খ ৪.গ ৫.খ ৬.খ ৭.গ ৮.ঘ ৯.ক ১০.খ

শেখ আবু সাঈদ আবদুল্লাহ্​, প্রভাষক, ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা