সোমবার, ২৭ মার্চ ২০২৩

EN
English
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • করোনাভাইরাস
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
পড়াশোনা

এসএসসি ২০২৩ - ব্যবসায় উদ্যোগ | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

লেখা:
মো. আলতাফ হোসেন
প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ০৬: ০৯

অধ্যায় ৩

১. আত্মকর্মসংস্থানের জন্য প্রয়োজন কোনটি?

i. স্বল্প পুঁজি

ii. নিজস্ব বুদ্ধিমত্তা

iii. নিজস্ব দক্ষতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২. কী কারণে একজন উদ্যোক্তা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হতে পারে?

ক. সরকার পরিবর্তন

খ. অধিক মূলধনের জন্য

গ. শ্রমিকের সংখ্যাধিক্য

ঘ. নিজের প্রতি অত্যধিক বিশ্বাস

৩. আত্মকর্মসংস্থানে উৎসাহিত করতে করণীয় কাজ কোনটি?

ক. আর্থিক প্রতিষ্ঠান স্থাপনের কারণ জানা

খ. অধিক আয়ের সম্ভাবনা

গ. প্রশিক্ষণ ও ঋণ প্রদান

ঘ. চাকরির সীমাবদ্ধতা তুলে ধরা

৪. আত্মকর্মসংস্থানে উৎসাহ সৃষ্টিতে করণীয় কী?

ক. বড় কাজের মূল্যায়ন করা

খ. শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করা

গ. সকলকে ব্যাংক ঋণের সুযোগ দেওয়া

ঘ. সফল উদ্যোক্তাদের এলাকায় আমন্ত্রণ জানানো

৫. যুবসমাজকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে কোনটি ঋণ প্রদান করে?

ক. সোনালী ব্যাংক

খ. রূপালী ব্যাংক

গ. গ্রামীণ ব্যাংক

ঘ. যুব উন্নয়ন অধিদপ্তর

৬. আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণে করণীয় কী?

ক. প্রশিক্ষণ ও ঋণদান

খ. চাকরির গুরুত্ব তুলে ধরা

গ. ব্যবসার গুরুত্ব তুলে ধরা

ঘ. শিল্পপতির গল্প শোনানো

৭. আত্মকর্মসংস্থানের জন্য অপরিহার্য কী?

ক. নৈপুণ্য খ. অধিক পুঁজি

গ. অভিজ্ঞতা ঘ. আন্তরিকতা

নিচের উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও ।

স্যামসন এইচ চৌধুরী অফুরন্ত উদ্যম ও সাহস নিয়ে ওষুধ উৎপাদন করেন। তার উদ্ভাবিত ওষুধের গুণগতমান ছিল উন্নত।

৮. ‘তাঁর উদ্ভাবিত ওষুধের গুণগতমান ছিল উন্নত’— এটি কোন গুণের বহিঃপ্রকাশ?

ক. সততা খ. অধ্যবসায়

গ. পরিশ্রম ঘ. উদ্যম

৯. তাঁর পুঁজি ছিল—

i. উদ্যম

ii. প্রচুর অর্থ

iii. সাহস

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০. আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্রে নির্বাচনে বিবেচনা করতে হয়—

i. সঠিক পণ্য

ii. মুনাফার নিশ্চয়তা

iii. পণ্যের চাহিদা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১.ঘ ২.ঘ ৩.ঘ ৪.ঘ ৫.ঘ ৬.ক ৭.ঘ ৮.ক ৯.খ ১০.খ

মো. আলতাফ হোসেন, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

পড়াশোনা থেকে আরও পড়ুন
  • এসএসসি পুনর্বিন্যাসকৃত সিলেবাস ২০২৩
  • শিক্ষা
  • পড়াশোনা
  • পড়াশোনা: এসএসসি
  • এসএসসি পরীক্ষা
  • এসএসসি ব্যবসায় উদ্যোগ
মন্তব্য করুন