অধ্যায় ৫
৭১. উপমহাদেশে কত সালে ট্রেডমার্ক আইন প্রণয়ন করা হয়?
ক. ১৯৪০ খ. ১৯৪৭
গ. ১৯৫২ ঘ. ২০০৯
৭২. বাংলাদেশে কত সালে ট্রেডমার্ক আইন প্রণয়ন করা হয়?
ক. ২০০৯ খ. ২০১১
গ. ২০১৫ ঘ. ২০১৮
৭৩. বুদ্ধিবৃত্তির অন্তর্ভুক্ত—
i. কপিরাইট
ii. পেটেন্ট
iii. ট্রেডমার্ক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭৪. বিমা কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে?
ক. স্থানগত খ. সময়গত
গ. ঝুঁকিগত ঘ. অর্থগত
৭৫. পৌরসভা এলাকায় হস্তশিল্পের দোকান স্থাপনের জন্য কোনটি প্রয়োজন হবে?
ক. লবিং খ. রাজনৈতিক পরিচয়
গ. ট্রেড লাইসেন্স ঘ. অধিক পুঁজি
৭৬. বিমা চুক্তি যে দলিল দ্বারা সম্পাদিত হয়, তাকে কী বলে?
ক. চুক্তিপত্র খ. বিমাপত্র
গ. বিমা চিঠি ঘ. আবেদনপত্র
৭৭. বিমা কী হিসেবে গণ্য?
ক. ঝুঁকি খ. ক্ষতি
গ. ব্যবসায় ঘ. চাকরি
৭৮. বিএসটিআই প্রতিষ্ঠানটি—
i. পণ্যের মান নিয়ন্ত্রণ করে
ii. ট্রেডমার্ক নিবন্ধন করে
iii. বিমা করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭৯. কোনো পণ্যকে অন্যের অনুরূপ পণ্য হতে স্বতন্ত্র করে কোনটি?
ক. ট্রেডমার্ক খ. সার্ভিস মার্ক
গ. পেটেন্ট ঘ. কপিরাইট
৮০. জনাব সালামের এক্সেল কোম্পানি জাপানের স্বনামধন্য কোম্পানি ইয়ংওয়ানের পণ্য বাংলাদেশে তৈরি করে নিজ দেশেই বিক্রয় করে থাকে। জনাব সালামের এক্সেল কোম্পানিকে কী বলা হবে?
ক. লাইসেন্সিং খ. ফ্রানসাইজি
গ. ট্রেডমার্ক ঘ. ফ্রানসাইজর
সঠিক উত্তর
অধ্যায় ৫: ৭১.ক ৭২.ক ৭৩.ঘ ৭৪.গ ৭৫.গ ৭৬.খ ৭৭.গ ৭৮.ক ৭৯.ক ৮০.খ
মো. আলতাফ হোসেন, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা
◀ বহুনির্বাচনি প্রশ্ন (৭১-৮০)