এইচএসসি ২০২৩ - অর্থনীতি ২য় পত্র | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৩

১১. ‘শিল্পনীতি ২০১০’ কত সালে ঘোষিত হয়?

ক. ২০০৮ সালে খ. ২০১১ সালে

গ. ২০১৪ সালে ঘ. ২০১৭ সালে

১২. ‘PPP’–এর পূর্ণ রূপ কী?

ক. ­Public Private Partnership

খ. ­Public Product Partnership

গ. People Private Partnership

ঘ. Product Policy Program

১৩. চামড়াশিল্পের সমস্যা সমাধানে প্রয়োজন—

i. সুষ্ঠু প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা

ii. প্রযুক্তিগত ইনস্টিটিউট স্থাপন

iii. নতুন বাজার খুঁজে বের করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৪. ‘অগ্রাধিকার শিল্প’ কোনটি?

ক. পর্যটনশিল্প খ. মৎস্যশিল্প

গ. বস্ত্রশিল্প ঘ. হাইটেক শিল্প

১৫. যন্ত্রপাতি তৈরি করার শিল্পকে কী বলে?

ক. বৃহৎ শিল্প খ. ক্ষুদ্র শিল্প

গ. ভারী শিল্প ঘ. মাঝারি শিল্প

১৬. বস্ত্রশিল্পের সমস্যা—

i. পর্যাপ্ত কাঁচামালের অভাব

ii. পর্যাপ্ত সুতাকলের অভাব

iii. বস্ত্রকলের উৎপাদনক্ষমতা কম

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও ii

গ. i ও ii ঘ. i, ii ও iii

১৭. JDPC কত সালে গঠিত হয়?

ক. ২০০২ সালে

খ. ২০০৪ সালে

গ. ২০০৭ সালে

ঘ. ২০০৯ সালে

১৮. উত্তরা ইপিজেড কোথায় অবস্থিত?

ক. কুমিল্লা খ. গাজীপুর

গ. নীলফামারী ঘ. ঢাকা

১৯. সর্বশেষ শিল্পনীতি কোনটি?

ক. শিল্পনীতি ২০০৮

খ. শিল্পনীতি ২০১০

গ. শিল্পনীতি ২০১১

ঘ. শিল্পনীতি ২০১৬

২০. তৈরি পোশাকশিল্প কোন ধরনের শিল্প?

ক. বৃহৎ খ. মাঝারি

গ. ক্ষুদ্র ঘ. অতিক্ষুদ্র

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১১.খ ১২.ক ১৩.ঘ ১৪.ক ১৫.গ ১৬.ঘ ১৭.ক ১৮.গ ১৯.ঘ ২০.ক

শেখ আবু সাঈদ আবদুল্লাহ্​, প্রভাষক, ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা