এসএসসি ২০২৩ - বাংলা ১ম পত্র | সেইদিন এই মাঠ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

সেইদিন এই মাঠ

২১. ‘সেইদিন এই মাঠ’ কবিতার মূল প্রতিপাদ্য বিষয়—

i. প্রকৃতির রহস্যময় সৌন্দর্যের অবিনশ্বরতা

ii. সভ্যতার বিবর্তনের কথা

iii. মানুষের স্বপ্নের অবিনশ্বরতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

উদ্দীপক পড়ে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।

বাগানের মালির শরীর খারাপ হলো। সে বাড়ি চলে গেল। বাড়ির মালিক বাগানে গিয়ে দেখে বাগান ভরা ফুল আর ফুল । এতদিনের সেবকের কথা একবার মনে পড়ল না ।

২২. উদ্দীপকে ‘সেইদিন এই মাঠ’ কবিতার কোন ভাব ধরা পড়েছে?

ক. কেউ কাউকে মনে রাখে না

খ. মৃত্যু পৃথিবীর বহমানতা রোধে অক্ষম

গ. থেমে থাকার সময় নেই কারও

ঘ. শোক নয়, গতিই হচ্ছে জীবনধর্ম

২৩. উদ্দীপকের প্রতিভাত ভাবটি যে চরণে আছে—

i. পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল

ii. সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে

iii. চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৪. জীবনানন্দ দাশের কবিতার মৌলিক প্রেরণা হিসেবে কোনটিকে চিহ্নিত করা যায়?

ক. মানুষের প্রতি ভালোবাসা

খ. জীবনের প্রতি মোহ

গ. প্রকৃতির রহস্যময় সৌন্দর্য

ঘ. সৃষ্টি ও লয়ের ধারাবাহিকতা

২৫. ‘স্তব্ধ’ শব্দের অর্থ কী?

ক. তারকা খ. নরম

গ. ইচ্ছা ঘ. নিশ্চল

২৬. ‘নক্ষত্র’ শব্দের অর্থ কী?

ক. আকাঙ্ক্ষা খ. তারকা

গ. গুঞ্জন ঘ. নিঃসাড়

২৭. ‘সেইদিন এই মাঠ’ কবিতায় ‘ভিজে গন্ধ’ শব্দ দ্বারা কী বোঝানো হয়েছে?

ক. আর্দ্র বা সিক্ত ঘ্রাণ

খ. শিশিরে ভেজা অবস্থা

গ. খারাপ গন্ধ

ঘ. সকালের ফুলের গন্ধ

২৮. ‘কলরব’ শব্দের অর্থ কী?

ক. স্পৃহা খ. সুকোমল

গ. সম্মিলিত গুঞ্জন ঘ. নিস্পন্দ

২৯. ‘চিরকাল’ শব্দের অর্থ কী?

ক. আজীবন খ. যুগান্তর

গ. সুসময় ঘ. অল্প সময়

৩০. সুলক্ষণযুক্ত পাখি কোনটি?

ক. লক্ষ্মীপ্যাঁচা খ. ময়না

গ. ডাহুক ঘ. কোকিল

সঠিক উত্তর

সেইদিন এই মাঠ: ২১.খ ২২.খ ২৩.ঘ ২৪.গ ২৫.ঘ ২৬.খ ২৭.ক ২৮.গ ২৯.ক ৩০.ক

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)