এইচএসসি ২০২২ - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

১১. ব্যবসায়ের লোকসান বহনের জন্য অংশীদারগণ কীভাবে দায়ী?

ক. মূলধন অনুপাতে

খ. সমহারে

গ. দক্ষতা অনুযায়ী

ঘ. চুক্তি অনুযায়ী

১২. সুবিধার বিনিময়ে কোন ধরনের অংশীদার তার সুনাম ব্যবহারের অনুমতি দেয়?

ক. কর্মী অংশীদার

খ. আপাতদৃষ্টিতে অংশীদার

গ. নামমাত্র অংশীদার

ঘ. সীমিত অংশীদার

১৩. অংশীদারি ব্যবসায় পরিচালনায় দিকনির্দেশক হিসেবে কাজ করে কোনটি?

ক. চুক্তিপত্র

খ. সদস্যদের যোগ্যতা

গ. পারস্পরিক বিশ্বাস

ঘ. সুসম্পর্ক

১৪. অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন করা কী?

ক. অলাভজনক খ. লাভজনক

গ. ঐচ্ছিক ঘ. বাধ্যতামূলক

১৫. বাংলাদেশে অংশীদারি ব্যবসায় কত সালের অংশীদারি আইন দ্বারা নিয়ন্ত্রিত?

ক. ১৯২৩ খ. ১৯৩২

গ. ১৯৯২ ঘ. ১৯৯৪

১৬. অংশীদারি ব্যবসায় প্রসঙ্গে কোন বক্তব্যটি সঠিক নয়?

ক. মূলধন বিনিয়োগ না করে কোনো ব্যক্তি একটি অংশীদারি ফার্মের অংশীদার হতে পারে

খ. অংশীদারি ফার্মের নিবন্ধন বাধ্যতামূলক নয়

গ. অংশীদারি ফার্মের দেনার জন্য প্রত্যেক অংশীদার ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে দায়ী থাকেন

ঘ. অংশীদারি চুক্তি অবশ্যই লিখিত হতে হবে

১৭. অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে কত ধারা অনুযায়ী আদালত কর্তৃক বিলোপসাধনের বিধান রয়েছে?

ক. ৪১ খ. ৪২

গ. ৪৩ ঘ. ৪৪

১৮. ব্যবসায় পরিচালনাকালে কোনো অংশীদার তৃতীয় পক্ষের সাথে চুক্তিবদ্ধ হলে তার জন্য কে দায়ী হবে?

ক. সব অংশীদার

খ. উক্ত অংশীদার

গ. সব অংশীদারের পক্ষে একজন

ঘ. ব্যবসায়ের পরিচালকগণ

১৯. নিষ্ক্রিয় অংশীদার ব্যবসায়ে কীভাবে ভূমিকা রাখে?

ক. পরামর্শ ও সহায়তা দিয়ে

খ. পরিচালনা করে

গ. দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময় করে

ঘ. মূলধন বিনিয়োগ করে

২০. নাবালক অংশীদার ব্যবসায়ে নিচের কোনটি বিনিয়োগ করতে পারে?

ক. কার্যদক্ষতা খ. মূলধন

গ. ঋণ ঘ. অভিজ্ঞতা

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১১.ঘ ১২.গ ১৩.ক ১৪.গ ১৫.খ ১৬.ঘ ১৭.ঘ ১৮.ক ১৯.ঘ ২০.খ

মো. মাজেদুল হক খান, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)