বাংলা - পঞ্চম শ্রেণি

পঞ্চম শ্রেণির পড়াশোনা

মাটির নিচে যে শহর

সঠিক উত্তর খাতায় লেখো।

১. উয়ারী-বটেশ্বরের প্রচুর প্রাচীন নিদর্শন সংগ্রহ করে জাদুঘরে কে জমা দেন?

ক. হাসিবুল্লাহ পাঠান

খ. হাফিজুল্লাহ পাঠান

গ. হাবিবুল্লাহ পাঠান

ঘ. শরিফুল্লাহ পাঠান

উত্তর: গ. হাবিবুল্লাহ পাঠান

২. একটি বৌদ্ধবিহারের সন্ধান পাওয়া গেছে কোথায়?

ক. ভাষানটেকে খ. জানখাঁরটেকে

গ. টেকেরহাটে ঘ. টঙ্গীরটেকে

উত্তর: খ. জানখাঁরটেকে

৩. কোন নদীপারের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে ছিল সুসভ্য মানুষজনের বসবাস?

ক. বুড়িগঙ্গা খ. ব্রহ্মপুত্র

গ. শীতলক্ষ্যা ঘ. মেঘনা

উত্তর: গ. শীতলক্ষ্যা

৪. ব্রহ্মপুত্র নদ বয়ে গিয়েছে কোন অঞ্চলের পাশ দিয়ে?

ক. মধুপুর খ. ময়নামতি

গ. পাহাড়পুর ঘ. নরসিংদী

উত্তর: ঘ. নরসিংদী

৫. এই সভ্যতা প্রাচীনকালে কী নামে বিশ্বজুড়ে পরিচিত ছিল?

ক. রূপগড়া খ. মনগড়া

গ. সোনাগড়া ঘ. সোনাপুর

উত্তর: গ. সোনাগড়া

৬. উয়ারী-বটেশ্বর স্থানটি কোন জেলায় অবস্থিত?

ক. ঢাকা জেলায় খ. কুমিল্লা জেলায়

গ. বগুড়া জেলায় ঘ. নরসিংদী জেলায়

উত্তর: ঘ. নরসিংদী জেলায়

৭. ‘সভ্য’ শব্দের অর্থ কী?

ক. সুশীল খ. চালাক

গ. সভ্যতা ঘ. বুদ্ধিমান

উত্তর: ক. সুশীল

৮. ‘সোনাগড়া’ নামে বিশ্বজুড়ে পরিচিত ছিল কোনটি?

ক. পাহাড়পুর বিহার খ. মহাস্থানগড় বিহার

গ. উয়ারী-বটেশ্বর বিহার ঘ. জানখাঁরটেক

উত্তর: খ. উয়ারী-বটেশ্বর বিহার

৯. ‘প্রাচীন’ শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে?

ক. প্রত্নতত্ত্ব খ. প্রাচ্য

গ. অনেক পুরোনো ঘ. পুরোনো

উত্তর: গ. অনেক পুরোনো

১০. উয়ারী-বটেশ্বরের আশপাশে প্রায় কতটি পুরোনো জায়গা পাওয়া গেছে?

ক. প্রায় ৩০টি খ. প্রায় ৪০টি

গ. প্রায় ৫০টি ঘ. প্রায় ৬০টি

উত্তর: গ. প্রায় ৫০টি

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা