পঞ্চম শ্রেণি - প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ৬ - প্রশ্নোত্তর (১-৩)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৬

১. প্রশ্ন: খাদ্য সংরক্ষণের ৩টি উপায় বর্ণনা করো।

উত্তর: খাদ্য সংরক্ষণের তিনটি উপায় হলো—

ক . রোদে শুকিয়ে খাদ্য সংরক্ষণ: রোদে শুকিয়ে খাদ্য সংরক্ষণ একটি প্রাচীন সংরক্ষণ পদ্ধতি। চাল, ডাল, গম, শুঁটকি ইত্যাদি রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয়।

খ . লবণ দিয়ে সংরক্ষণ: মাছ, মাংস ও অন্যান্য পচনশীল খাবার লবণ দিয়ে সংরক্ষণ করা যায়।

গ . ফ্রিজে সংরক্ষণ: মাছ, মাংস, সবজি, ফল ইত্যাদি ফ্রিজের ঠান্ডায় সংরক্ষণ করা হয়।

আরও পড়ুন

২. প্রশ্ন: খাদ্য সংরক্ষণের উপকারিতা কী?

উত্তর: খাদ্য সঠিক উপায়ে সংরক্ষণ করা হলে খাদ্য অপচয় রোধ হয় এবং দ্রুত পচন থেকেও খাদ্য রক্ষা করা যায়। খাদ্য সংরক্ষণের মাধ্যমে মৌসুমি খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া যায় এবং দূরবর্তী এলাকায় সহজে খাবার সরবরাহ করা যায়।

৩. প্রশ্ন: সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন কেন?

উত্তর: আমাদের শরীরের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য এবং শরীরকে কর্মক্ষম রাখার জন্য সুষম খাদ্যের প্রয়োজন।

পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা

আরও পড়ুন