সংক্ষেপে জেনে রাখি - ওজোনস্তর, জলজ উদ্ভিদ, গ্যালভানাইজেশন, মানব উন্নয়নের সূচক

ওজোনস্তর

বায়ুমণ্ডলে স্ট্র্যাটোস্ফিয়ারে ১৫-৩০ কিমি উচ্চতার মধ্যে ওজোন গ্যাসযুক্ত যে বায়ুস্তরটি রয়েছে, তাকে ওজোনস্তর বলা হয়। ১৯১৩ সালে ফরাসি বিজ্ঞানী ফ্যাব্রি ও বুশন প্রথম ওজোনস্তরের উপস্থিতি প্রমাণ করেন। ওজোনস্তর সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ভূমণ্ডলকে রক্ষা করে।

জলজ উদ্ভিদ

পরিবেশের ভারসাম্য রক্ষায় জলজ উদ্ভিদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ, এসব জলজ উদ্ভিদ একদিকে সালোকসংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন তৈরি করে পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা ঠিক রাখে, অপর দিকে শ্যাওলাজাতীয় জলজ উদ্ভিদগুলো জলজ প্রাণীদের খাদ্যভান্ডার হিসেবে কাজ করে।

গ্যালভানাইজেশন

লোহার তৈরি দ্রব্যসামগ্রীর ওপর দস্তার পাতলা আস্তরণ দেওয়াকে গ্যালভানাইজেশন বলে। জিংকের আবরণ লোহাকে বাতাসের অক্সিজেন ও পানি থেকে রক্ষা করে। ফলে লোহায় মরিচা ধরে না।

মানব উন্নয়নের সূচক

কোনো দেশের জনগণের জীবনযাত্রার মান কেমন, তা বোঝার জন্য এ–সংক্রান্ত কিছু নির্ধারক তথ্য প্রয়োজন। সেগুলোকে মানব উন্নয়নের সূচক বলে। যেমন জনগণের সাক্ষরতার হার, শিক্ষার হার, আয়–ব্যয়, বাসস্থান, চিকিৎসা, খাদ্য গ্রহণের অবস্থা ইত্যাদি। এ বিষয়ক একটি ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন