শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

EN
English
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • করোনাভাইরাস
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
পড়াশোনা

সংক্ষেপে জেনে রাখি - শস্যাবর্তন, জলনিকাশ, নদীসোপান, ড্রেইকান্টার

পড়াশোনা ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৩, ১৬: ৫৬

শস্যাবর্তন

যে কৃষিব্যবস্থায় একই জমিতে বিভিন্ন বছরে বা বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ফসল উৎপন্ন করা হয়, তাকে শস্যাবর্তন বলা হয়। যেমন ধানের পরে ডাল বা শুঁটিজাতীয় ফসল ফলালে ধান চাষের ফলে জমির যে নাইট্রোজেন ঘাটতি হয়, তা পূরণ হয়ে যায়। ফলে এই পদ্ধতিতে জমিতে বেশি ফসল উৎপাদিত হয়।

জলনিকাশ

বৃষ্টিপাতের জল, বরফগলা জল বা অন্য যেসব জলরাশি ভূপৃষ্ঠের ওপর ছড়িয়ে পড়ে এবং বাষ্পীভবনের পর ওই জলরাশির অবশিষ্টাংশ খাতের মাধ্যমে প্রবাহিত হয়ে নিষ্কাশিত হয়, এই জলপ্রবাহকে জলনিকাশ বলে। অনুমান করা হয়, সমগ্র পৃথিবীর জলনিকাশ এলাকা প্রায় ৪১,৫০০ বর্গকিলোমিটার।

নদীসোপান

নদী উপত্যকার দুই তীর ধাপে ধাপে নেমে এসে নদীর দুই পাশে মঞ্চের মতো অবস্থান করলে, তাকে নদীমঞ্চ বা নদীসোপান বলে। গঙ্গা, তিস্তা, ব্রক্ষ্মপুত্র প্রভৃতি নদ-নদীতে এরূপ নদীমঞ্চ দেখা যায়।

ড্রেইকান্টার

মরু অঞ্চলে সারা বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন দিক থেকে বাতাস প্রবাহিত হলে উন্মুক্ত শিলাখণ্ডেরও বিভিন্ন দিক ক্ষয়প্রাপ্ত হয়ে মসৃণ ও চকচকে হয়। এ রকম বহু মসৃণ তলবিশিষ্ট ভূমিরূপকে ড্রেইকান্টার বলে। সাহারা মরুভূমিতে অনেক ড্রেইকান্টার দেখা যায়।

পড়াশোনা থেকে আরও পড়ুন
  • তিস্তা নদী
  • বৃষ্টিপাত
  • নদীর নাব্যতা
  • নদী
  • পদ্মা নদী
  • ধান চাষ
  • পাঠ্যবই থেকে
  • তথ্যকণিকা
  • শিক্ষা
  • পড়াশোনা
  • সংক্ষেপে জেনে রাখি
  • জেনে রাখো
মন্তব্য করুন