শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

EN
English
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • করোনাভাইরাস
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
পড়াশোনা

সংক্ষেপে জেনে রাখি - হটস্পট, সরল টিস্যু, গ্রিক সভ্যতা, মিথোজীবিতা

পড়াশোনা ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৩, ০৪: ৫৯

হটস্পট

পৃথিবীর জীববৈচিত্র্য সর্বত্র একরকম নয়। পৃথিবীর অন্য অংশের তুলনায় গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে জীববৈচিত্র্য অনেক বেশি। জীববৈচিত্র্যসমৃদ্ধ অঞ্চলগুলোকে হটস্পট বলে। ব্রিটিশ বিজ্ঞানী নরম্যান মাইয়ার্স ১৯৮৮ ও ১৯৯০ সালে হটস্পট শব্দের প্রচলন করেন। বর্তমানে পৃথিবীতে ২৫টি হটস্পট রয়েছে।

সরল টিস্যু

যেসব স্থায়ী টিস্যুর প্রতিটি কোষের আকার, আকৃতি ও গঠন বৈশিষ্ট্য একই ধরনের বা অভিন্ন হয়, তাকে সরল টিস্যু বলে। কোষের প্রকৃতির ওপর ভিত্তি করে সরল টিস্যুকে তিন ভাগে ভাগ করা যায়। যেমন প্যারেনকাইমা, কোলেনকাইমা ও স্ক্লেরেনকাইমা।

গ্রিক সভ্যতা

ইজিয়ান সাগরের দ্বীপপুঞ্জে এবং এশিয়া মাইনরের পশ্চিম উপকূলে আবিষ্কৃত হয় উন্নত এক প্রাচীন নগরসভ্যতা, যা প্রাক্-ক্লাসিক্যাল গ্রিক সভ্যতা নামে পরিচিত। ৩০০০ থেকে ১১০০ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত এই সভ্যতা বিদ্যমান ছিল বলে ধারণা করা হয়। এই সভ্যতার অধিবাসীরা ছিল সমৃদ্ধিশালী সংস্কৃতি-ঐতিহ্যের অধিকারী।

মিথোজীবিতা

যখন দুটি প্রাণী একসঙ্গে পাশাপাশি অবস্থানের ফলে কেউ ক্ষতিগ্রস্ত না হয়ে উভয়ই উপকৃত হয়, এই ধরনের সম্পর্ককে বলে মিথোজীবিতা। যেমন মৌমাছি যখন ফুলের মধু খায়, তখন মৌমাছি ও ফুল উভয়ই উপকৃত হয়। কারণ, ফুলের পরাগরেণু স্থানান্তরিত হয় এবং মৌমাছি খাদ্য পায়।

পড়াশোনা থেকে আরও পড়ুন
  • ফুল
  • সংস্কৃতি
  • জীবননগর
  • জীবনধারা
  • জীবিকা
  • শিক্ষা
  • পড়াশোনা
  • সংক্ষেপে জেনে রাখি
  • জেনে রাখো
মন্তব্য করুন