এইচএসসি ২০২৩ - পদার্থবিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ১
২১. তাপগতিবিদ্যার ১ম সূত্র নিচের কোন সূত্রের বিশেষ রূপ?
ক. বয়েলের সূত্র খ. চার্লসের সূত্র
গ. ভিনের সূত্র ঘ. শক্তির নিত্যতা সূত্র
২২. বদ্ধ সিস্টেম পরিবেশের সঙ্গে কী বিনিময় করে?
ক. ভর খ. শক্তি
গ. ভর ও শক্তি ঘ. ক্ষমতা
২৩. গ্যাস কর্তৃক কৃতকাজ সম্পন্ন হলে নিচের কোনটি প্রযোজ্য হয়?
ক. আয়তন বৃদ্ধি পায়
খ. আয়তন হ্রাস পায়
গ. ভর বৃদ্ধি পায়
ঘ. ভর হ্রাস পায়
২৪. তাপগতীয় চলক হচ্ছে—
i. চাপ
ii. আয়তন ও তাপমাত্রা
iii. অভ্যন্তরীণ শক্তি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৫. ∆Q ধনাত্মক হয় যখন—
i. সিস্টেমের অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পায়
ii. সিস্টেমে তাপ সরবরাহ করা হয়
iii. সিস্টেম কর্তৃক কাজ সম্পাদিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৬. তাপ অন্তরকের আবরণযুক্ত দৃঢ় পাত্রে একটি আদর্শ গ্যাস শূন্য মাধ্যমে প্রসারণ করা হলো। ফলে নিচের কোনটি ঘটবে?
ক. অন্তঃস্থ শক্তির পরিবর্তন হবে না
খ. তাপমাত্রা হ্রাস পাবে
গ. চাপের কোনো পরিবর্তন হবে না
ঘ. দশার পরিবর্তন হবে
২৭. তাপমাত্রা স্থির রেখে যে তাপগতীয় প্রক্রিয়ায় কিছু পরিমাণ গ্যাসকে সংকোচন ও প্রসারণ করা হয়, সে প্রক্রিয়াকে কী বলে?
ক. সমচাপ খ. রুদ্ধতাপীয়
গ. সমোষ্ণ ঘ. সম–আয়তন
২৮. যে প্রক্রিয়ায় সিস্টেমে শক্তি সরবরাহ করলেও কাজ হয় না, তাকে কী বলে?
ক. সমচাপ খ. সমতাপমাত্রা
গ. সমতাপ ঘ. সম–আয়তন
২৯. একটা গাড়ি চলতে থাকলে এর টায়ারের ভেতর একটি তাপগতীয় প্রক্রিয়া চলে। এই প্রক্রিয়ার নাম কী?
ক. সমোষ্ণ প্রক্রিয়া
খ. রুদ্ধতাপীয় প্রক্রিয়া
গ. সম–আয়তন প্রক্রিয়া
ঘ. সমচাপ প্রক্রিয়া
৩০. দ্বিপারমাণবিক গ্যাসের জন্য মোলার আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত (ϒ) কত?
ক. 1.33 খ. 1.40
গ. 1.67 ঘ. 1.69
সঠিক উত্তর
অধ্যায় ১: ২১.খ ২২.খ ২৩.ক ২৪.ক ২৫.ক ২৬.খ ২৭.গ ২৮.গ ২৯.খ ৩০.খ
মোহম্মদ আসফ, প্রভাষক, মোহাম্মদপুর মডেল কলেজ, ঢাকা