ষষ্ঠ শ্রেণি - বাংলা ১ম পত্র | সততার পুরস্কার : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)
ষষ্ঠ শ্রেণির পড়াশোনা
সততার পুরস্কার
৪১. মুহম্মদ শহীদুল্লাহর কোন গ্রন্থটির সম্পাদনা অসামান্য কীর্তি হিসেবে বিবেচিত?
ক. বাংলা ভাষার আঞ্চলিক অভিধান
খ. বাংলা ভাষার উচ্চারণ অভিধান
গ. বাংলা ভাষার বুত্পত্তি অভিধান
ঘ. বাংলা ভাষার লেখক অভিধান
৪২. তৃতীয় ব্যক্তি ফেরেশতাকে সবকিছু দিতে রাজি হয়েছিল কেন?
ক. আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায়
খ. ছাগলের সংখ্যা বেশি হয়েছিল বলে
গ. ধনসম্পদের দরকার ছিল না বলে
ঘ. দয়ালু ছিলেন বলে
৪৩. টাকওয়ালা ইহুদি সবচেয়ে বেশি ভালোবাসে কোন জিনিসটি?
ক. প্রচুর টাকা
খ. উর্বর জমি
গ. মাথাভর্তি চুল
ঘ. খেজুরের বাগান
৪৪. ফেরেশতা একটি উট চাইলে ধবলরোগী কী বলল?
ক. উট তো নাই
খ. উটের অনেক দাম
গ. উট দেওয়া নিষেধ
ঘ. উট কিনে নাও
৪৫. ফেরেশতা কার দোহাই দিয়ে ছাগল চেয়েছিলেন?
ক. খলিফার খ. রাজার
গ. নিজের ঘ. আল্লাহর
৪৬. ‘তুমি যাহা চাও, লও’—উক্তিটি কার?
ক. ফেরেশতার খ. টাকওয়ালার
গ. ধবলরোগীর ঘ. অন্ধ ব্যক্তির
৪৭. উপযুক্ত আচরণের জন্য আল্লাহ কার ওপর খুশি হয়েছিলেন?
ক. টাকওয়ালার খ. ধবলরোগীর
গ. অন্ধ ব্যক্তির ঘ. ফেরেশতার
৪৮. ‘সততার পুরস্কার’ গল্প থেকে শিক্ষা নিয়ে আমরা পরিচয় দিতে পারব—
i. সততার
ii. সাহসিকতার
iii. নৈতিক মূল্যবোধের
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৯. কুষ্ঠরোগে আক্রান্তদের কী বলা হয়?
ক. হাঁপানি রোগী খ. ধবল রোগী
গ. মৃগী রোগী ঘ. অর্শ রোগী
৫০. ‘সততার পুরস্কার’ গল্পে মুহম্মদ শহীদুল্লাহ কোন কাহিনি লিপিবদ্ধ করেছেন?
ক. হাদিসের খ. কোরআনের
গ. ইজমার ঘ. কিয়াসের
সঠিক উত্তর
সততার পুরস্কার: ৪১.ক ৪২.ক ৪৩.গ ৪৪.খ ৪৫.ঘ ৪৬.ঘ ৪৭.গ ৪৮.খ ৪৯.খ ৫০.গ
আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা