ষষ্ঠ শ্রেণি - বাংলা ১ম পত্র | সততার পুরস্কার : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)
ষষ্ঠ শ্রেণির পড়াশোনা
সততার পুরস্কার
৩১. ‘সততার পুরস্কার’ গল্পে কিসের জয় হলো?
ক. দরিদ্রতার খ. সততার
গ. ভীরুতার ঘ. সাহসিকতার
৩২. হজরত মুসা (আ.) প্রবর্তিত ধর্মের অনুসারীদের কী বলা হয়?
ক. বৌদ্ধ খ. ইহুদি
গ. খ্রিষ্টান ঘ. সনাতন
৩৩. ‘সর্বাঙ্গ’ শব্দের অর্থ কী?
ক. সারা দেশ খ. সারা শরীর
গ. সারা মন ঘ. সারা অঙ্গ
৩৪. ‘নূর’ শব্দের অর্থ কী?
ক. চরিত খ. জ্যোতি
গ. মোম ঘ. ভীতি
৩৫. ‘বেজার’ শব্দের অর্থ কী?
ক. দোহাই খ. খুশি
গ. খুব ঘ. অখুশি
৩৬. ফেরেশতা কেন ইহুদিদের কাছে এসেছিলেন?
ক. সাহায্য নেওয়ার জন্য
খ. পরীক্ষা নেওয়ার জন্য
গ. শিক্ষা দেওয়ার জন্য
ঘ. মূল্যায়ন করার জন্য
৩৭. মুহম্মদ শহীদুল্লাহ ‘সততার পুরস্কার’ গল্পে কী তুলে ধরেছেন?
ক. ফেরেশতাদের কাহিনি
খ. হাদিসের কাহিনি
গ. ইহুদিদের কাহিনি
ঘ. প্রাচীন রূপকথা
৩৮. গল্পে উল্লিখিত তিনজনের শারীরিক ত্রুটি কীভাবে দূর হয়?
ক. ফেরেশতার অনুগ্রহে
খ. সুন্দর আবহাওয়ায়
গ. কবিরাজের ঝাড়ফুঁকে
ঘ. ডাক্তারের চিকিত্সায়
৩৯. তৃতীয় ইহুদি কীভাবে ফেরেশতাকে তার ইচ্ছেমতো সবকিছু দিতে রাজি হলো?
ক. নির্ভয়ে খ. চিন্তিত মনে
গ. নির্দ্বিধায় ঘ. ভয়ে ভয়ে
৪০. ‘সততার পুরস্কার’ গল্পে প্রথম দুই ইহুদি তাদের অকৃতজ্ঞতার জন্য কী পেল?
ক. পূর্বাবস্থা খ. ভর্ৎসনা
গ. রোগব্যাধি ঘ. ধনসম্পদ
সঠিক উত্তর
সততার পুরস্কার: ৩১.খ ৩২.খ ৩৩.খ ৩৪.খ ৩৫.ঘ ৩৬.খ ৩৭.খ ৩৮.ক ৩৯.গ ৪০.ক
আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা